অদম্য ‘১৯ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন । ২০১৮ সাল থেকে এই সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালন করে আসছে । টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এস ডি জি (SDGs) বাস্তবায়নের লক্ষ্যে অদম্য ‘১৯ কাজ করছে।
অদম্য ‘১৯এর সোস্যাল মিডিয়ায় পোস্টের জন্য বিভিন্ন ব্যানার, পোস্টার, ভিডিও আপলোড করা হয়। কাজগুলো আরো সুন্দর করে, বেশি মানুষের কাছে ছড়িয়ে দেয়ার জন্য অদম্য ‘১৯ ডিজাইন টিমের জন্য কিছু ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে । আপনি যদি এই কাজগুলোকে সাপোর্ট করতে চান নিজের কিছুটা শ্রম ও সময় দিয়ে এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে বাড়াতে চান, অনুগ্রহ করে নিজের সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন।
ভলান্টিয়ারিং ক্যাটাগরি
- গ্রাফিক্স ডিজাইনার- সপ্তাহে সর্বোচ্চ ২ টি পোস্টার/ছবি ডিজাইন করা।
- ভিডিও এডিটর- প্রতি মসে সর্বোচ্চ ৩ টি এনিমেশন ভিডিও তৈরি করা (২ থেকে ৩ মিনিটের ভিডিও) ।
- সংগঠনের প্রজেক্টগুলো নিয়ে করা ভিডিও এডিট করা।
ভলান্টিয়ারিং সময়কাল: ৬ মাস
সুযোগ সুবিধাসমূহ
- অদম্য ‘১৯ থেকে ভলান্টিয়ারিং এর স্বীকৃত স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে।
- অদম্য ‘১৯ এর টি শার্ট দেয়া হবে।
- কাজের সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট দেয়া হবে।
- নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ।
আবেদনের যোগ্যতা
ডিজাইনিং ও ভিডিও এডিটিং এ দক্ষতা রয়েছে এমন যে কেউ আবেদন করতে পারবে।বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অনলাইনে কাজ করা যাবে। সকলের জন্য উন্মুক্ত।
আবেদন পদ্ধতি
- “আবেদন করুন” লিংকে ক্লিক করলে গুগল ফর্ম ওপেন হবে। ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
- প্রথমত আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে আগে থেকে কোনো গুগল অ্যাকাউন্ট লগিন করা না থাকে, তাহলে লিংকে ক্লিক করার পর আপনার গুগল অ্যাকাউন্টে লগিন করার পেইজ আসবে
- আপনার ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাকাউন্টে লগিন করতে হবে
- যদি আপনার ডিভাইসের ব্রাউজারে আগে থেকেই গুগল অ্যাকাউন্ট লগিন করা থাকে তাহলে সরাসরি আবেদন ফরমের পেইজটি চলে আসবে
আবেদনের শেষ তারিখ: জুলাই ১৫, ২০২০
যোগাযোগ করতে
অদম্য ‘১৯
অস্থায়ী কার্যালয়ঃ ২৫৭ মহিলা কলেজ রোড, গফরগাঁও, ময়মনসিংহ
যেকোনো প্রশ্নের উত্তরের জন্য কল করুন উপরোক্ত নাম্বারে
বিঃদ্রঃ এটি একটি অবৈতনিক কার্যক্রম।
আপনার মতামত দিন