আগামী রবিবার থেকে শুরু হচ্ছে জাবি’র ভর্তি পরীক্ষা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্ষেপে জাবি ঢাকার অদূরে সাভারে প্রায় ৭০০ একর জায়গায় এক নির্মল পরিবেশে অবস্থিত। আগামী ৩১শে জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
৩১শে জুলাই সকাল ৯টা থেকে সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এর আগে ১৮ মে থেকে ১৬জুন পর্যন্ত চলে এবারের ভর্তি আবেদন। মোট ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসন প্রতি প্রায় ১৫০ জন শিক্ষার্থী লড়বেন।
এ বছর ভর্তীচ্ছু শিক্ষার্থীদের মোট এ, বি, সি, ডি, ই অর্থ্যাৎ মোট ৫ টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) ৪৬৬ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ ও আইবিএ) ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গত ১৯শে জুলাই পরীক্ষার বিস্তারিত রুটিন প্রকাশ করা হয় এবং গতকাল দুপুরে পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়। পরীক্ষা সামনে রেখে অনেক পরীক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার ব্যাবস্থা করে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের থাকার জন্যে নিজেদের সিট ছেড়ে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানিয়েছেন, ” আমরাও এই সময়টা পার করে এসেছি। আমি যখন জাবি’র ভর্তি পরীক্ষা দিই ঢাকায় তখন আমার থাকার মতো কোনো জায়গা ছিলো না। জেলা সমিতিতে যোগাযোগ করার পর বড় ভাইরা তাদের সিটে আমাকে থাকতে দিয়েছিলো। আমি তাদের প্রতি কৃতঙ্গ। পরীক্ষার্থীদের সহায়তা করে ভাইদের প্রতি আমার ঋণ আমি হয়ত কিছুটা মেটাতে পারব।”
এছাড়া পরীক্ষার দিন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্যে বিশ্ববিদ্যালয়ের জেলা সমিতিগুলোর পাশাপাশি বিভাগগুলো থেকেও শিক্ষার্থীদের সহায়তায় টেন্ট বসানো হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পাবে।

শিক্ষার্থীরাও থাকছে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায়