দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম । আগামী ০২ বছরের জন্য তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারী) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী স্বাক্ষরিত এক অফিসের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ড. মোঃ ফখরুল ইসলাম এর নিযুক্ত হওয়ার তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের প্রথম সংবিধি ১৮(১) ধারা অনুযায়ী রবীন্দ্র অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম-কে পরবর্তী ০২(দুই) বছরের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সহকারী প্রক্টর হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে নিযুক্ত করা হলো।

২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ড. মোঃ ফখরুল ইসলাম স্নাতকোত্তরে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মোঃ ফখরুল ইসলাম কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর রবীন্দ্র অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ”। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবির জমিদারির নিজস্ব ভূমিতে বিশ্বকবির ১৫৪ তম জন্মবার্ষিকীতে (২০১৫ সালের ৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ১৭ এপ্রিল অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে অধ্যাপক ড. শাহ আজম অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে ৫ টি বিভাগে প্রায় ৪০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
আরো দেখুন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
যাত্রা শুরু করলো রবীন্দ্র ইউনিভার্সিটি স্পোর্টস এসোসিয়েশন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল প্রকাশিত
বঙ্গবন্ধুর স্বপ্নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও রবিয়ানদের প্রত্যাশা
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবস
শ্যাডো নিউজ