পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ দেহ ও মনমানসিকতা বজায় রাখাত জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে গঠিত হয়েছে রবি ইকোনমিক স্পোর্টিং ক্লাব। ক্লাবটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম এবং রাকিবুল খন্দকার।
বুধবার (১জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায় এডভাইজার এবং বিভাগের শিক্ষক প্রভাষক নজরুল ইসলাম মডারেটর হিসেবে এ কমিটি অনুমোদন করেন।
রবি ইকোনমিক স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আশরাফুল আলম এডভাইজার এবং মডারেটরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া বিশাল একটা প্রাপ্তি। এই ক্লাবের মাধ্যমে ভাল মানের ক্রিড়াবিদ তৈরি হবে, যারা বিশ্ববিদ্যালয় এবং দেশের সুনামকে সমুন্নত রাখবে।
সভাপতি হিসেবে বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায় ক্লাবটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারন সম্পাদক রাকিবুল খন্দকার বলেন,
প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব বরুণ চন্দ্র রায় স্যার এবং ক্লাবটির মডারেটর জনাব নজরুল ইসলাম স্যারের প্রতি; যাঁদের বিচক্ষণতায় ক্লাবটির কমিটি ঘোষিত হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক হিসেবে আমি একদিকে যেমন ইতিহাসের সাক্ষী তেমনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্যও প্রস্তুত।
আরো দেখুন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট শুরু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স প্রিমিয়ার লিগের জার্সি উন্মোচন
যাত্রা শুরু করলো রবীন্দ্র ইউনিভার্সিটি স্পোর্টস এসোসিয়েশন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান মনোনীত ড. মোঃ ফখরুল ইসলাম