চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুলালকান্দি গ্রামে রবি শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। অত্র গ্রামের বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই বিতর্ক প্রতিযোগিতা।
গতকাল বুধবার (৪ঠা মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ কে এম নাজমুল হাসানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই বিতর্ক প্রতিযোগিতা। রবি শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে “সামাজিক দৃষ্টিভঙ্গিই নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায়” বিষয়ে বিতর্কে পক্ষ দল জয়ী হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
এসময় তিনি কোমলপ্রাণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক এরকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,
এই ধরনের উদ্যোগ এক একটি বীজ বপনের মতো যার ফলাফলটা একদিন মহীরুহে পরিণত হবে।
আরও বক্তব্য রাখেন গজরা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল্লাহ মাস্টার এবং ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, সিনিয়র সাংবাদিক কামাল খান এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম সরকার প্রমূখ।