‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ – প্রতিপাদ্য এবং ‘একটাই পৃথিবী’- স্লোগানকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর উদ্দ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করা হয়েছে।
রবিবার (৫ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এ দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড হাতে দাঁড়িয়ে পরিবেশ দূষণের প্রতিবাদ জানান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপনএসময় উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক বিজন কুমার।
ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আব্দুল্লাহ আল মনির বলেন, আমরা পরিবেশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সংগঠনের মাধ্যমে পরিবেশের দূষণরোধে জনসচেতনা সৃষ্টির চেষ্টা করছি। এর মাধ্যমে এসডিজির সকল লক্ষ্য অর্জন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।