রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত ইকোনমিক্স প্রিমিয়ার লীগ-২০২২ এর ঘরোয়া শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স প্রিমিয়ার লিগের উদ্ধোধনী খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ঠা মার্চ) সকাল ১০ টায় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়ের দল ক্ল্যাসিক্যাল গ্লাডিয়াটরস বনাম বিভাগের শিক্ষক আরিফুল ইসলামের রেভোলেশনারী রেঞ্জার দলের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শাহ্ আজম অনলাইনে যুক্ত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স প্রিমিয়ার লিগের উদ্ভোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন,
ইকোনমিক্স প্রিমিয়ার লীগ বিশ্ববিদ্যালয়ে যে নতুন ধারা, নতুন আনন্দ সৃষ্টি করছে তা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি এবং সহমর্মিতা সৃষ্টি করবে। এছাড়া চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত থেকে এ আনন্দ ভাগ করে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায় বলেন,
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও জীবনের একটা অংশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক উৎকর্ষতা লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
খেলায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রিফাতুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে মাননীয় উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ্ আজম অর্থনীতি প্রিমিয়ার লীগ-২০২২ এর জার্সি উন্মোচন করেন।
আরো দেখুন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল প্রকাশিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবস
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হলেন ড. মোঃ ফখরুল ইসলাম
যাত্রা শুরু করলো রবীন্দ্র ইউনিভার্সিটি স্পোর্টস এসোসিয়েশন
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই