দীর্ঘ দিন করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে শুরু করেছিলো তখনই ওমিক্রন এর হানায় সরকার ২২জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের স্বীদ্ধান্ত নেয়।তারই কারনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্ব-শরীরে ক্লাস এবং পরীক্ষা ২৩.০১.২০২২ থেকে ০৬.০২.২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে।
করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তাররোধকল্পে ২১ জানুয়ারি ২০২২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে অদ্য ২২.০১.২০২২ তারিখ সকাল ১১.০০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের ১৪তম (বিশেষ) অনলাইন সভা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্ব-শরীরে ক্লাস এবং পরীক্ষা ২৩.০১.২০২২ থেকে ০৬.০২.২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে।
বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে চালু থাকবে। তবে জরুরী পরিসেবাসমূহ (স্বাস্থ্য সেবা,পরিস্কার পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি,যানবাহন ইত্যাদি) যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংশ্লিষ্টদের সভা,সমাবেশ ও জনসমাগম না করার জন্য এবং শিক্ষার্থীদের নিজ নিজ আবাস্থলে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়।