রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজশাহী বায়োসায়েন্সেস ইন্সটিটিউট ভর্তি পরীক্ষার আবেদন ১ আগস্ট শুরু হয়ে আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১ আগস্ট, ২০২১
- আবেদনের শেষ: ১৬ আগস্ট, ২০২১
- আবেদন ফি : ৩০০ টাকা
- পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানিয়ে দিবে
- আবেদন লিংক : https://www.rib.edu.bd/app-admission/
ঘরে বসে অনলাইনে রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর ভর্তি পরীক্ষার প্রস্তুতি গুছিয়ে নিতে যুক্ত হতে পারো Admission Assistant অ্যাপের বিজ্ঞান ইউনিটের পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি কোর্স “The 100 Publicians Program” কোর্সে।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
আবেদন যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই ২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীর এসএসসি ও এইচএসসি মিলে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে অবশ্যই উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ নুন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে।
ইন্সটিটিউটের আসনসংখ্যা
বর্তমানে ইনস্টিটিউটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে চারটি বিভাগ চালুর মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
- মাইক্রোবায়োলজি – ৫০
- ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স – ৫০
- এগ্রিকালচার – ৫০
- ফিশারিজ – ৫০
- মোট আসন সংখ্যা – ২০০ টি
ভর্তি পরীক্ষার মানবন্টন
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১ ঘন্টা এবং পাশ নম্বর ৩৫।
এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর উপর কোনো নম্বর নেই অর্থাৎ শুধুমাত্র ভর্তি পরীক্ষার নম্বর অনুযায়ী ই প্রার্থী নির্বাচন করা হবে।
- জীববিজ্ঞান – ৪০
- রসায়ন – ৩০
- ইংরেজি – ২০
- সাধারণ জ্ঞান – ১০
উল্লেখ্য, উক্ত ইন্সটিটিউটে পড়তে শিক্ষার্থীকে চার বছরে কৃষি, ফিসারিজ বিভাগের ক্ষেত্রে মোট ২,৩০,০০০ টাকা ও মাইক্রোবায়োলজি, ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ক্ষেত্রে মোট ২,৫০,০০০ টাকা ফি বহন করতে হবে।
রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস একটি উচ্চতর শিক্ষামূলক এবং বায়োসায়েন্স বিশেষায়িত গবেষণা ইনস্টিটিউট। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে ২০১৮ সালে। ‘শিক্ষানগরী‘ খ্যাত রাজশাহীর মতিহারের সবুজ চত্ত্বরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসের খুব কাছেই সম্পূর্ণ মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানের অবস্থান।
আরো দেখুন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা বর্ধিত।