পুলিশের ৩৭তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৯০ শিক্ষার্থী। গত রবিবার (০২ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ২৫ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ২৯ জন, বিজ্ঞান অনুষদের ৩ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ১০ জন, প্রকৌশল অনুষদের ২ জন, আইন অনুষদের ২ জন, কৃষি অনুষদের ১ জন, চারুকলা অনুষদের ১ জন ও অন্যান্য বিভাগের ৯ জন শিক্ষার্থী রয়েছেন। মোট ৯০ জন শিক্ষার্থীর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১৫ জন। ছেলে শিক্ষার্থী ৭৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টদের প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১,৭৫৯ জন শিক্ষার্থী। ২০২০ সালের ২রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরদের পোস্টিং দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পুলিশের ৩৬তম এসআই নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়োগপ্রাপ্ত হয়েছিলো।