দেশের বাজারে বহুল প্রতীক্ষিত নারজো ২০ সিরিজের স্মার্টফোন রিয়েলমি নাজরো ২০ লঞ্চ করেছে টেক- ট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে পাওয়ারফুল হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮এমপি এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের কুইক চার্জ সহ দারুণ সব ফিচার থাকছে।

রিয়েলমি নারজো ২০
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি মিনি-ড্রপ ডিসপ্লে। ডিসপ্লেটির পিক্সেল রেজ্যুলেশন ৭২০ বাই ১৬২০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৭.৭। এর ফলে ফোনটি আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে ব্যবহারেও কোন সমস্যা ফেস করতে হয়নি।

স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলপ্রসূতিতে ফোনটি ডে টু ডে টাস্কে সন্তোষজনক এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যানড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০।

স্মার্টিফোনটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা। যার সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। যা দিয়ে ডিটেইল ফটোগ্রাফি থেকে শুরু করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ১০৮০পিক্সেল/৬০ এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটি দিয়ে ১০৮০ পিক্সেল/৩০ এফপিএস এ ভিডিও ধারণ করা যাবে।
ক্যামেরা ফিচার
ফোনটির পেছনের ক্যামেরায় থাকছে বোকেহ ইফেক্ট কন্ট্রোল, বিউটি, ফিল্টার, এইচডিআর, প্যানারোমিক ভিউ, পোট্রেট, টাইম ল্যাপ্স, আল্ট্রা মোড, ম্যাক্রো, এআই সিন, নাইটস্কেপ, এক্সপার্ট মোড। সেলফি ক্যামেরায় থাকছে বিউটি, ফিল্টার, প্যানারোমিক ভিউ, এইচডিআর, পোট্রেট, টাইম ল্যাপ্স সুবিধা।

ডিভাইসটিতে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের (non-removable) বিশাল ব্যাটারি। ব্যাটারি চার্জ করার জন্য থাকছে ১৮ ওয়াটের কুইক চার্জ সাপোর্ট। এর ফলে মাত্র ৩০ মিনিটে ২৯ শতাংশ ব্যাটারি চার্জ করা যাবে। তাছাড়া ফোনটিতে থাকছে রিভার্স চার্জিং সাপোর্ট, পাওয়ার সেভিং মোড, সেফটি ব্যাটারি।
রিয়েলমি দাবি করছে, বিশাল ব্যাটারি ব্যবহারে ব্যাটারি ব্যবহারে ৪৫ দিনের স্ট্যান্ডবাই সুবিধা, ৪৩ ঘন্টা কলিং, ১৮ ঘন্টা ইউটিউব, ১৯ ঘন্টা ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটি দিয়ে ১১ ঘন্টারও বেশি সময় গেম প্লে করা যাবে।
ফোনটিতে থাকছে App Quick Freeze, Screen Battery Optimization, night charge guardian সুবিধা।

সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। বিশাল ব্যাটারি ব্যবহারের পাশাপাশি ফোনটিতে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 802.11 b/g/n/a/ac, Bluetooth 5.0, GPS/AGPS, Beidou, Glonass, USB টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

গেমিং পারফরম্যান্স
realme nazro 20 ডিভাইসটি পাবজি মোবাইল, কল অব ডিউটিসহ পাওয়ারফুল গেমিংয়ের ক্ষেত্রে বেশ সন্তোষজনক পারফরম্যান্স দিতে সক্ষম। পাবজি মোবাইল গেমিংয়ে বাই ডিফল্ট হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে। তাছাড়া কল অব ডিউটি গেমিংয়েও ম্মুথ পারফরম্যান্স পাওয়া গেছে।
রিয়েলমি নারজো ২০ ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯০ টাকা। স্মার্টফোনটি সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড রঙে পাওয়া যাবে।স্মার্টফোনটি কেনার জন্য নিকটস্থ realme ব্র্যান্ডশপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realmebd.com/brandshop/
স্মার্টফোনটি আগামীকাল (২৯ ডিসেম্বর) বেলা ২ঃ৩০ মিনিটে দারাজে স্পেশাল প্রাইজে পাওয়া যাবে মাত্র ১৩,৪৯০ টাকায়। কেনার জন্য ক্লিকঃ https://rebrand.ly/realme_narzo20_1stSale_Daraz
আরো পড়ুনঃ
আপনার মতামত দিন