শুরু হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও চ্যানেল ‘রেডিও কার্নিভ্যাল’-এর আরজে হান্ট ২০২০ সিজন ০২ !
বিনোদন এবং বিশ্বজুড়ে বাংলাদেশী সংস্কৃতি প্রতিকৃতি দিয়ে রেডিও কার্নিভ্যাল ১লা অক্টোবর ২০১৯ সালে এর কার্যক্রম শুরু করে। ওয়েবসাইটের পাশাপাশি আপনি আপনার ফোনেও শুনতে পারবেন। বাংলাদেশ ব্রডকাস্ট মিডিয়া ইন্ডাস্ট্রির খ্যাতনামা মুখগুলি নিয়ে, রেডিও কার্নিভ্যাল প্রতি ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন বিভিন্ন রক জেনার বাজিয়ে তাদের শ্রোতাদের কাছে ভাল সংগীত সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।
গতবাবের ন্যায় এবারও তারা আয়োজন করেছে আরজে হান্ট। আগ্রহীদের আবেদন করতে রেজিস্ট্রেশন করতে হবে।
‘রেডিও কার্নিভ্যাল’ -এর আরজে হান্টে আবেদন করতে হলেঃ
- আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পাশ হতে হবে
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
- আবেদনকারীর রেডিও জকি সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখঃ
১০ জুন, ২০২০
রেজিস্ট্রেশন নিয়মঃ
অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
সুযোগ সুবিধাসমূহঃ
নির্বাচন প্রার্থী যেসকল সুবিধা পাবেন –
- রেডিও জকি হবার চমৎকার একটি সুযোগ
- ভিন্নধারার একটি মিডিয়া প্লাটফর্মে কাজ করার সুযোগ
- সুযোগ পাবার পর অভিজ্ঞতার ভিত্তিতে স্টুডিওতে রেডিও জকি হবার সুযোগ
- বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই সুযোগ পাওয়া যাবে
- নিজের কথা বলার স্কিল আরও শক্তিশালী হবে
আবেদন পদ্ধতিঃ
রেজিস্ট্রেশনের নিয়ম –
১। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
২। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অপশন আছে। সেটি ক্লিক করলে আবেদন ফর্ম পেয়ে যাবেন।
৩। ফর্মে ‘ইমেইল আইডি’ দিয়ে প্রবেশ করুন এবং ফর্মে উল্লেখিত তথ্য ও টাস্ক সাবমিট করে আবেদন সম্পূর্ণ করুন।