করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন বিধিনিষেধ এর মেয়াদ বর্ধিত করেছে সরকার। আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ এর মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ সোমবার (৫ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়,
করোনাভাইরাসজনিত রোগ (কোভিড – ১৯)সংক্রমণের বর্তমান পরিস্থিতিত বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ০৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ দিবাগত রাত ১২ টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। আগামী ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা ছিলো।
লকডাউন বিধিনিষেধ এর জন্য যা যা বন্ধ থাকবে
- সকল সরকারি ও বেসরকারি অফিস
- গণপরিবহন
- যন্ত্রচালিত যানবাহন
- শপিং মল
- দোকান – পাট
- পর্যটন কেন্দ্র
- রিসোর্ট
- কমিউনিটি সেন্টার
- রাজনৈতিক ও ধর্মীয় আচার – অনুষ্ঠান
- জনসমাবেশ হয় এমন সামাজিক অনুষ্ঠান (যেমন- বিয়ের অনুষ্ঠান, পিকনিক, জন্মদিন, পার্টি ইত্যাদি)
লকডাউন বিধিনিষেধে যা যা খোলা থাকবে
- শিল্প – কারখানা (নিজস্ব ব্যাবস্থাপনায়)
- স্বাস্থ্যসেবা
- করোনায় টিকাদান
- রাজস্ব আদায় কার্যাবলী
- আইন শৃঙ্খলা ও জরুরী পরিষেবা
- ফায়ার সার্ভিস
- ব্যাংক
- টেলিফোন ও ইন্টারনেট
- বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানী
- গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া)
- পণ্য পরিবহন সংক্রান্ত যানবাহন
- বন্দর ও বন্দর সংশ্লিষ্ট অফিস
- বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা
- ডাকসেবা
- ফার্মেসী এবং ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য জরুরী অত্যাবশকীয় পণ্য
অতি জরুরি প্রয়োজন (ওষুধ-নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) ছাড়া ঘরের বাইরে বের হতে মানা করেছে সরকার। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবার বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পাশাপাশি টহলে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
চলমান বিধিনিষেধে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করার অনুমতি রয়েছে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করার সুযোগ রয়েছে। তবে হোটেলে বসে খাওয়ার সুযোগ নেই। সীমিত পরিসরে ব্যাংকিং সেবা ও চালু থাকবে