২০০৩ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে ব্রায়ান লারা রবিন পিটারসেনের করা এক ওভারে নিয়েছিলেন ২৮ রান। ৬ বলের প্রত্যেকটিতে বাউন্ডারি হাঁকিয়ে (৪,৬,৬,৪,৪,৪) টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান (২৮) তোলার রেকর্ড গড়েন তিনি। দীর্ঘদিন এই রেকর্ড বেঁচে ছিল, লারা ছিলেন এককভাবে শীর্ষে।
গতকাল (২০ জানুয়ারি) সেই রেকর্ডের ভাগীদার হলেন কেশব মহারাজও। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড দলপতি এই ম্যাচে ভাগ বসিয়েছেন লজ্জার রেকর্ডে ৮২ তম ওভারে কেশব মহারাজকে করা রুটের ওভার থেকে আসে ২৮ রান। যদিও দ্বিতীয় ইনিংসে ৭১ রান করা কেশব মহারাজের ব্যাট থেকে আসে ঐ ওভারে ২৪ রান।
প্রথম ৫ বল থেকে ৫ বাউণ্ডারিতে ২৪ রান তুলে নেন কেশব মহারাজ। শেষ বলে বাই সূত্রে আসে ৪ রান মোট ঐ ওভার থেকে আসে ২৮ রান ( ৪,৪,৪,৬,৬ বাই ৪)
টেস্ট ম্যাচে এক ওভারে সর্বোচ্চ রান
১ওভারে | ব্যাটসম্যন | যার বিপক্ষে (বোলার) |
২৮ রান | ব্রায়ান লারা | রবিন পিটারসেন |
২৮ রান | জর্জ বেইলি | জিমি অয়ান্ডারসন |
২৮ রান | কেশব মহারাজ | জো রুট (বাই রান৪, অতিরিক্ত) |
২৭ রান | শহীদ আফ্রিদি | হরভজন সিং |
২৬ রান | ক্রেইগ ম্যাকমিলান | ইউনুস খান |
২৬ রান | ব্রায়ান লারা | দানেশ কানেরিয়া |
২৬ রান | মিচেল জনসন | পল হ্যারিস |
২৬ রান | ব্রেন্ডন ম্যাককুলাম | সুরঙ্গা লাকমল |
২৬ রান | হার্দিক পান্ডিয়া | মালিন্দা পুষ্পকুমার |