সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের বেঁচে থাকাই পড়ে গিয়েছিল শঙ্কায়। নিয়ে যাওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে তার। অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট থেকে।
৫১ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার সপ্তাহ দুয়েক আগে অ্যাওর্টিক ডিসেকশনের মুখোমুখি হয়েছিলেন। শরীরের মূল ধমনী ছিড়ে গিয়ে স্বাভাবিক রক্ত চলাচল ব্যহত হয়েছিল বলে বড় শঙ্কাই করা হচ্ছিল তাকে নিয়ে। নিউজিল্যান্ড থেকে তাকে নিয়ে আসা হয়েছিল সিডনির সেন্ট ভিনসেন্ট হসপিটালে।
সেখানেও এক দফা অস্ত্রোপচার হয় তার। ডাক্তারদের তরফ থেকে জানানো হয়, অবস্থা গুরুতর, তবে তিনি ‘ভালোই’ আছেন। তাই তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্ট এ।
সে অবস্থা থেকে অবশেষে মুক্তি মিলেছে তার। আজ শুক্রবার পরিস্থিতি শঙ্কামুক্ত হওয়াতেই ডাক্তাররা নিয়েছেন এই সিদ্ধান্ত। কেয়ার্নসের পরিবারের একজন মুখপাত্র জানিয়েছেন বিষয়টি।
এরপর তার আইনজীবি অ্যারন লয়েড তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমি আনন্দিত হয়ে জানাচ্ছি যে, ক্রিসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আনা হয়েছে। সে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছে এখন। তার পরিবার আপনাদের সমর্থন ও শুভকামনার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, পাশাপাশি নিরবিচ্ছিন্ন গোপনীয়তা রক্ষারও আহ্বান করেছে।’
১৯৮৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ৬২ টেস্ট খেলেছেন। বল হাতে ২৯.৪ আর ব্যাট হাতে তার গড় ছিল ৩৩.৫৩। পুরো ক্যারিয়ারে ৮৭টি ছক্কা মেরেছিলেন তিনি, যা তৎকালীন বিশ্বরেকর্ডও ছিল।
আরো পড়তে পারেন