নিজেদের ক্যারিয়ার নিয়ে সবাই কম বেশি সচেতন। কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখতে স্কিল ডেভেলপের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ দিবসে বিশেষ দিনে (১২.১২.২০২০) মাত্র ১২১২ টাকায় দুইটি অথবা তিনটি প্রিমিয়াম কোর্সের প্যাকেজ এ দারুণ অফার দিয়েছে দেশের ই-লার্নিং প্ল্যাটফর্ম লার্নিং বাংলাদেশ; যেসব কোর্সের স্বাভাবিক মূল্য প্রায় ৪ হাজার টাকা, সেসবই একসাথে পাচ্ছেন মাত্র ১২১২ টাকায়। প্যাকেজগুলোতে ফেসবুক এড লং কোর্স, গুগল এড লং কোর্স, ওয়ার্ডপ্রেস ই-কমার্স লং কোর্স, মোশন গ্রাফিক্স লাইভ ওয়ার্কশপ, SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লং কোর্সের মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলোতে থাকছে লাইফটাইম এক্সেস সুবিধা। আজকে লার্নিং বাংলাদেশ ১২.১২ ক্যাম্পেইন এ বিশেষ অফারটি পেতে নিচের দেয়া লিংকটি ব্যবহার করুন।
লার্নিং বাংলাদেশ ১২.১২ ক্যাম্পেইন প্যাকেজসমূহঃ

প্যাকেজ – অয়োময়
ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এতো বিশাল অডিয়েন্সের কাছে মার্কেটিং কে বা না করতে চায়। ফেসবুক এড সম্পর্কে বিস্তারিত নিয়ে অয়োময় প্যাকেজের এই ফেসবুক এড লং কোর্সটি সাজানো হয়েছে লার্নিং বাংলাদেশ ১২.১২ ক্যাম্পেইন এ।
ফেইসবুক এড এর উপর এই কোর্সটি সাজানো হয়েছে তাদের জন্য যারা কিনা নিজের বিজনেস এর জন্য ফেইসবুক এডভার্টাইজমেন্ট ব্যাবহার করে সেলস বৃদ্ধি করতে চান। পাশাপাশি আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং করে আয় করতে চান সেক্ষেত্রে এই কোর্সটি সাহায্য করবে আপনার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।
গুগল কিংবা ইউটিউবে রয়েছে বিশাল সংখ্যক অডিয়েন্স। তারা প্রতিনিয়ত নানা জিনিস সার্চ করছে, দেখছে নানা ভিডিও। এই গুগল, ইউটিউবে কিভাবে নির্দিষ্ট লোকেশন, পেশাসহ এড দেওয়া যায় তা অয়োময় প্যাকেজর এই কোর্সটির মাধ্যমে জানা যাবে।
এই কোর্সটি শেষ করার পর আপনি জানতে পারবেন:
- আপনার টার্গেট অডিয়েন্স ও মার্কেটিং গোল নির্ধারণ
- গুগল এড একাউন্ট তৈরি করার উপায়
- কিওয়ার্ড রিসার্চ
- কিওয়ার্ড সেট করে টার্গেটিং
- গুগল সার্চ ক্যাম্পেইন তৈরি
- বিড এডজাস্ট করার উপায়
- এডভার্টটাইজমেন্ট তৈরি
- টেক্সট এড
- এড রিপোর্ট তৈরি
- গুগল এনালিটিক্স এর সাথে ইন্টিগ্রেশন
- এড এক্সটেনশন
আপনি যদি আপনার বিজনেসের জন্য গুগল সার্চ এড থেকে সেলস জেনারেট করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে চাইলে গুগল এডস এর উপর এই কোর্সটি করতে পারেন।
কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমেই একটি বিজনেসের ফেসবুক পেজসহ সব কিছু ম্যানেজ করা যায় এই কোর্সের মাধ্যমে জানা যাবে।
এই কোর্সটি সাজানো হয়েছে তাদের কথা চিন্তা করে যারা বাজেটের মধ্যে সিঙ্গেল ভেন্ডর ইকমার্স বিজনেস দিতে চান, বা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম এর মাধ্যমে ইকমার্স সাইট ডেভলপ করতে চান। পাশাপাশি ওয়ার্ডপ্রেস ইকমার্স এর উপর ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টদের সার্ভিস দিতে চাইলেও এই কোর্সটি আপনার জন্য সহায়ক হয়ে উঠবে।
কোর্সটি করার পর আপনি যেসকল বিষয় সম্পর্কে জেনে দক্ষ হয়ে উঠবেন:
- ডোমেইন ও হোস্টিং সেটাপ
- কেন ওয়ার্ডপ্রেস এর WooCommerce?
- ইকমার্স এর জন্য ওয়ার্ডপ্রেস সাইট সেটাপ
- WooCommerce ইন্সটল
- স্টোর সেটিং
- ছবিসহ প্রোডাক্ট কিভাবে আপ করবেন
- স্টোর কাস্টমাইজেশন
- কার্ট ও চেকআউট পেইজ এক্সপেরিয়েন্স কাস্টমাইজেশন
- শিপিং সেটাপ
- পেমেন্ট অপশন কনফিগারেশন
- ট্যাক্স সেটাপ
- গুগল এনালিটিক্স ও মেইলচিম্প ইন্টিগ্রেশন
- অর্ডার ম্যানেজমেন্ট ও রিপোর্টিং
- WooCommerce মোবাইল অ্যাপ
যারা এফ-কমার্স ও ই-কমার্স প্লাটফরমে কোন বিজনেজ বা স্টার্টআপকে সফল করতে চান তাদের জন্য এই বিশেষ বান্ডেল প্যাকেজটি অনেক কাজে আসবে।

প্যাকেজ – সংশপ্তক
ফেসবুক এড লাইভ ওয়ার্কশপ কোর্সটি থেকে সোশ্যাল জায়ান্ট ফেসবুক এড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এই ওয়ার্কশপ থেকে যা কিছু শিখতে পারবো:
- সঠিকভাবে টার্গেটিং করে ফেইসবুক এড চালানোর উপায়
- ফেইসবুকের এডের জন্য কোন ধরনের, ডিজাইনের, ও কি কি সাইজের ক্রিয়েটিভ ব্যবহার করবেন
- ৪০-৬০% ফেইসবুক বিজ্ঞাপন খরচ কিভাবে কমাতে পারবেন
- এডভান্স ফেইসবুক পিক্সেল সেটাপ করার উপায়
- এডভান্স রিটার্গেটিং, রিমার্কেটিং ও লুকএলাইক অডিয়েন্স তৈরি করার উপায়
আরো বিস্তারিত জানতে পারবেন ওয়ার্কশপের ক্যারিকুলাম থেকে।
বোনাস টপিক
- ফেইসবুক এনালিটিক্স, কাস্টম ড্যাশবোর্ড পরিচিতি
কাদের জন্য এই ওয়ার্কশপ?
- আপনি যদি এফ-কমার্স এর সাথে যুক্ত থাকেন
- আপনার নিজ প্রতিষ্ঠানের জন্য সঠিকভাবে ফেইসবুক বুষ্টিং করতে চান
- এড এজেন্সি বা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার কি সঠিকভাবে ক্যাম্পেইন চালাচ্ছে কিনা তা বুঝতে পারবেন
- আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার বা ফেইসবুক এড সার্ভিস এর ফ্রিল্যান্স কাজ শুরু করতে চান
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
কিভাবে মার্কেটিং এর জন্য মোশন গ্রাফিক্স ভিডিও তৈরি করতে হয় সংশপ্তক প্যাকেজের মোশন গ্রাফিক্স লাইভ ওয়ার্কশপ কোর্সটির মাধ্যমে জানা যাবে।
এই কোর্সটি কাদের জন্য?
আপনি যদি মোশন গ্রাফিক্সে একেবারেই নতুন হয়ে থাকেন। এর আগে যদি কখনো মোশন গ্রাফিক্স বা আফটার ইফেক্টস নিয়ে ধারনা না থাকে, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আপনি যদি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য!
কোর্সটি করার জন্য কি ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যার জানা জরুরি?
আপনার যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যারে পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কোর্সে আপনি বাড়তি সুবিধা পেয়ে থাকবেন। কারণ আফটার ইফেক্টস নামে যেই সফটওয়্যারে মোশন গ্রাফিক্স শেখানো হবে সেই সফটওয়্যার এর প্যানেল ফটোশপ ও ইলাস্ট্রেটর এর মতোই লেয়ার ও টাইমলাইন বেইজড। যদি আপনার ফটোশপ ও ইলাস্ট্রেটরে কোন প্রকার আইডিয়া না থাকে, তাহলেও সমস্যা নেই। কারণ মোশন গ্রাফিক্স এর বেসিক শেখার জন্য ফটোশপ ও ইলাস্ট্রেটরে যতটুকু শেখা সম্ভব তা এই কোর্সে ততোটুকু কভার করা হয়েছে।
মোশন গ্রাফিক্স করার জন্য পিসি কনফিগারেশন কিরকম থাকা লাগবে?
মডার্ণ যেকোন ৬৪ বিটের পিসি বা ল্যাপটপ দিয়ে আপনি আফটার ইফেক্টস এ মোশন গ্রাফিক্স করতে পারবেন। আপনার পিসির নূন্যতম ৮ জিবি র্যাম থাকতে হবে, তবে ১৬ জিবি র্যাম থাকলে ভালো। আর বর্তমানের যেকোন মডার্ণ প্রসেসরে আফটার ইফেক্টস বেশ ভালোভাবে চলবে।
কোর্সটি শেষ করার পর কী কী করতে পারবো?
ফেইসবুক, ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে আমরা যেসকল প্রমোশনাল ভিডিও দেখে থাকি এই ধরণের ভিডিও আপনি বানাতে পারবেন কোর্সটি শেষ করার পর।
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
সিঙ্গেল ভেন্ডর বা মাল্টিভেন্ডর ওয়ার্ডপ্রেস ই-কমার্স
কিভাবে সহজে নিজের বিজনেস ওয়েবসাইট বানানো যায় তা এই কোর্সের মাধ্যমে জানা যাবে।
আপনি যদি কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া ডোমেইন, ফ্রী হোস্টিং কিনে সিঙ্গেল ভেন্ডর বা মাল্টিভেন্ডর ইকমার্স সাইট বানাতে চান, তাহলে ২ ঘন্টার এই অনলাইন কোর্সটি আপনার জন্য। মূলতো স্বল্প মূল্যের এই অনলাইন কোর্সটি করেছে তাদের কথা মাথায় রেখে যারা মাত্র ২৫০ টাকা খরচ করে ওয়ার্ডপ্রেস মাল্টিভেন্ডর ইকমার্স সাইট বানাতে চান।
কোর্সটি করার পর আপনি যেসকল বিষয় সম্পর্কে জেনে দক্ষ হয়ে উঠবেন:
- ডোমেইন ও ফ্রী AWS হোস্টিং সেটাপ
- ওয়ার্ডপ্রেস সাইট ইন্সটলেশন
- ডোমেইন নেম হোস্টিং এর সাথে পয়েন্টিং
- ইকমার্স এর জন্য ওয়ার্ডপ্রেস সাইটে প্ল্যাগইন সেটাপ
- ছবিসহ প্রোডাক্ট কিভাবে আপ করবেন
- লোকাল পেমেন্ট গেটওয়ে সার্ভিস ইন্সটলেশন
- প্রিমিয়াম থিম ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটলেশন
- মাল্টিভেন্ডর ইকমার্স প্ল্যাগইন ইন্সটলেশন
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
যারা এফ-কমার্স ও ই-কমার্স প্লাটফরমে কোন বিজনেজ বা স্টার্টআপকে সফল করতে চান তাদের জন্য এই বিশেষ বান্ডেল প্যাকেজটি অনেক কাজে আসবে।
সংশপ্তক প্যাকেজটি কিনতে লিংক ওপেন করে সবগুলোতে টিক দিয়ে Add to cart করে নতুন পেজ আসবে সেখানে অবশ্যই Apply coupon থেকে নিচের কোড টি দিতে হবে।

প্যাকেজ – এপিটাফ
এপিটাফ প্যাকেজের এক্সেল লং কোর্স, পাওয়ার পয়েন্ট লং কোর্স থেকে মাইক্রোসফট এক্সেলের সঠিক ব্যবহার ও ধারণা এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের খুটিনাটি ধারণা পাওয়া যাবে।
এই কোর্সটি কাভার করবে Microsoft Excel এর সবচেয়ে পাওয়ারফুল ফিচার গুলো, যার মধ্যে থাকছে PivotTables, PowerPivot, Sparklines, Goal Seek, Conditional Formatting, Report Automation, Subtotals, Tips and Tricks এবং আরো অনেক কিছু..
কোর্স মেথড: কোর্সটিতে একজন অংশগ্রহনকারী প্রতিটি বিষয় শিখবেন রিয়েল লাইফ উদাহরনের সাথে এবং স্বাদ পাবেন একটি নতুন অভিজ্ঞতার।
আপনার বানানো স্লাইডটাই তাক লাগিয়ে দিতে পারে সবাইকে। কিছু জিনিস এর প্রতি নজর দিলে আপনিও হয়ে যেতে পারেন ‘পাওয়ারপয়েন্ট এর বস’। আর আপনাকে পাওয়ারপয়েন্ট এর আদ্য প্রান্ত শেখাতেই এই কোর্স। আপনাকে পাওয়ারপয়েন্ট এর আদ্য প্রান্ত শেখাতে আমি মারুফ ইসলাম আছি আপনার সাথে।
এই কোর্সে থাকছে পাওয়ারপয়েন্ট এর একেবারে বেসিক থেকে এডভান্সড সব টিউটোরিয়াল। আপনি যদি পাওয়ারপয়েন্ট সম্পর্কে মোটামুটি ভাল ধারণা রাখেন তাহলে এই টিউটোরিয়াল আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। আর যদি কোন ধারণাই না থাকে তাহলে স্বাগতম আপনাকে! এই টিউটোরিয়াল সিরিজ আপনাকে দেবে নতুন অভিজ্ঞতা।
এই অনলাইন কোর্সে এ যা যা থাকছে
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর পরিচিতি
- বিভিন্ন অপশন এর ডিটেইল আলোচনা
- পাওয়ারপয়েন্ট দিয়ে পূর্নাঙ্গ স্লাইড তৈরি (কর্পোরেট এবং এডুকেশনাল)
- ট্রানজিশন এর কিছু টিপস এবং ট্রিকস
- স্লাইড থেকে ছবি, অডিও, ভিডিও এবং স্লাইড সো তৈরি
- ওয়েবসাইটের মত করে স্লাইড ডিজাইন
- বিভিন্ন ধরনের বিজনেস গ্রাফ তৈরি
- এনিমেশন তৈরি
সহ সর্বোমোট সাড়ে চার ঘন্টারও বেশি সময়ের টিউটোরিয়াল।
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
লার্নিং বাংলাদেশ ১২.১২ ক্যাম্পেইন এর এই প্যাকেজটি, সকল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের এই দুটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যবহারে আরো দক্ষ হতে পারবে এই ব্যন্ডেল প্যাকেজটির থেকে।
এপিটাফ প্যাকেজটি কিনতে লিংক ওপেন করে সবগুলোতে টিক দিয়ে Add to cart করে নতুন পেজ আসবে সেখানে অবশ্যই Apply coupon থেকে নিচের কোড টি দিতে হবে।
প্যাকেজ – অচিনপুর

SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লং কোর্স
অচিনপুর প্যাকেজে থাকছে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লং কোর্স। এস ই ও (SEO) এর পুরো অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’। ওয়েবসাইটকে গুগল সার্চের র্যাংকিয়ের সামনে নিয়ে আসার জন্য SEO অন্যতম। এই এসইও ঠিকমতো করতে পারলে ওয়েবসাইট গুগলের সার্চ র্যাংকিয়ে নিয়ে আসা বেশ সহজ হয়ে যায়। অচিনপুর প্যাকেজের SEO ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লং কোর্স থেকে এসইও (SEO) সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১। কনটেন্ট রাইটিং এর ধারনা
২। কনটেন্ট এর প্রকারভেদ
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ধারনা
৪। অন পেইজ SEO এবং অন পেইজ SEO
৫। কি-ওয়ার্ড এবং কিভাবে কি-ওয়ার্ড খুজে বরে করবেন তার ধারনা
৬। কিভাবে ট্যাগ লাইন ইমপ্রোভ করবেন
৭। Readability এর জন্য বিভিন্ন টুলসের ব্যবহার
৮। অপটিমাইজড কনটেন্টের জন্য কিভাবে কি-ওয়ার্ড লিখবেন
৯। গ্র্যামারের ভুল ছাড়া কিভাবে ভালো কনটেন্ট লিখবেন
১০। অপটিমাইজড কনটেন্টের জন্য বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার
১১। প্রোডাক্টের ডেসক্রিপশন ভালোভাবে লেখা
১২। কিভাবে ব্লগ পোস্ট লিখবেন
১৩। কিভাবে ওয়েবসাইটের কনটেন্ট লিখবেন
১৪। প্ল্যাগরারিজম কিভাবে চেক করবেন
১৫। স্পিন টেস্টের মাধ্যমে কনটেন্ট পরিবর্তন করা
১৬। SEO কনটেন্টের জন্য ইমেজের ব্যবহার
১৭।মার্কেটপ্লেসে ভালো অবস্থান নিশ্চিত করা
১৮। বায়ার/ ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন নিশ্চিত করা
১৯। বায়ারের সাথে কমিউনিকেশন এবং লেখার জন্য ভালো উপায়
২০। বিভিন্ন প্রকার টুলসের বেস্ট ব্যবহার
মার্কেটিং করার জন্য সবকিছু প্রোফেশনালি করার জন্য ইমেইলের বেশ প্রয়োজনীয়তা রয়েছে। ইমেইল মার্কেটিং লং কোর্সটি থেকে ইমেইল মার্কেটিং এর খুটিনাটি জানা যাবে।
এই কোর্স থেকে যা কিছু শিখতে পারবেন:
- ইমেইল মার্কেটিং কি এবং কেনো?
- ইমেইল লিড কালেকশন
- ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম এবং মেইলচিম্প
- সাবস্ক্রাইবার এড
- লিড ফর্ম জেনারেট
- ইমেইল টেমপ্লেট ডিজাইন
- ইমেইল ক্যাম্পেইন
- রিপোর্টিং
এছাড়া কোর্সটি শেষ করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবেন।
এই প্যাকেজটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর দুটি গুরুত্বপূর্ণ সেগেমেন্ট এ যেখানে লেখালেখির দক্ষতাকে কাজে লাগিয়ে যারা সফল হতে চান তাদের জন্য অনেক কাজে আসবে।
র্কোসগুলো আপনি লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মের পেমেন্ট গেটওয়ে ভিসা/মাস্টারকার্ড বা মোবাইল ওয়ালেট বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কোর্সগুলো সফলভাবে শেষ করার পর লার্নিং বাংলাদেশ আপনার মেইলে কোর্স সার্টিফিকেশন পাঠিয়ে দেয়।
আরো পড়ুন,
মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ফ্রি মাস্টার ট্রেইনার কোর্স
১৪০ শীর্ষ প্রতিষ্ঠান থেকে ২৫০০+ স্কিল ডেভেলপমেন্ট অনলাইন কোর্স করুন ফ্রী
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে এডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম
বহুব্রীহি: জনপ্রিয় অনলাইন ট্রেনিং মার্কেটপ্লেস
আপনার মতামত দিন