লীগের ২৪ তম ম্যাচে বার্ণলির বিপক্ষে ০-২ গোলে নিজ মাঠে হারের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। বার্ণলি সর্বশেষ অল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের হারিয়ে ছিলো ১৯৬২ সালে।
বার্ণলির ক্রিস ওড ও জে রদ্রিগেজ এর ২ টি গোলে ওল্ড ট্রাফোডে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় এবং আবারো প্রশ্নের মুখে পড়েন দলটির কোচ ওলে সোলসজার। তাদের টপ স্কোরার রাশফোর্ড ছিলো না এই ম্যাচটিতে। ব্যাক ইঞ্জুরির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকবেন তিনি।

প্রথমার্ধ বেশ ডমিনেটিং পারফর্মেন্স দেখাচ্ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকটি চান্স ও ক্রিয়েট করেছিলো তারা যার কোনটিই কাজে লাগাতে পারেনি। তারপর ৩৯ মিনিটে বেন মি এর ক্রস হেডের এসিস্টে ক্রিস ওড দারুণ ফিনিশিং দিয়ে লিড এনে দেয় বার্ণলিকে।
তারপর দ্বিতীয়ার্ধে চাপের প্রবলে খেলতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে লীগের ১৩ নাম্বার পজিশনে থাকা দল বার্ণলির কাছে। প্রথম গোল করা ক্রিস ওড এর এসিস্টে অসাধারণ এক গোল করেন জে রদ্রিগেজ।রেড ডেভিলসরা অনেক গুলো শট করেও কোনটিই জালে ঢুকাতে না পেরে নিজদের মাঠেই ০-২ গোলে পরাজিত হয়। লীগে তাদের অবস্থান দাঁড়ায় ৫ নাম্বারে।