শ্যাডো নিউজঃ সারা বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে প্রান হারিয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ! ইতোমধ্যে ভাইরাসটি ১৯০টিরও বেশি দেশ ও অধীনস্হ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ নামক ভাইরাসটিতে আক্রান্তদের সহজে সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। যে কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এই সমস্যাটির অবসান ঘটাতে সম্প্রতি চীনের হানওয়াং টেকনোলজি প্রতিষ্ঠান বিশেষ ফিচারযুক্ত স্মার্ট হেলমেট তৈরি করেছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরুতেই প্রতিষ্ঠানটি এই স্মার্ট হেলমেট তৈরির কাজ শুরু করে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের শেনজেন শহরে বিশেষ ফিচারযুক্ত হেলমেটটটি ব্যবহার করছে পুলিশ কর্মকর্তাগন।
চীনের বিশেষ এই স্মার্ট হেলমেটে কি কি ফিচার রয়েছে?
হানওয়াং টেকনোলজির হেলমেটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে হেলমেট ব্যবহৃত অবস্থায় হেলমেটের উপরের অংশের হেডআপ ভিউ ডিসপ্লে দিয়ে যে কোন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত কিনা এবং মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করা সম্ভব। এছাড়াও হেলমেটটি দিয়ে গাড়ির রেজিষ্ট্রেশন শনাক্ত করে করে গাড়ির ড্রাইভারের পুর্বের তথ্য শনাক্ত করতে সক্ষম এবং শনাক্ত করার পর পুলিশ কর্মকর্তাদের পরবর্তী পদক্ষেপের জন্য নির্দেশ দিবে। হেলমেটটি ফেসিয়াল রিকগনিশনের কাজেও ব্যবহার করা যেতে পারে। ফেস রিকগনিশনের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করার পর ব্যক্তির শরীরের তাপমাত্রা রেকর্ড করতে সক্ষম এই হেলমেটটি।
সম্প্রতি চীনের সিনহুয়া নিউজ হেলমেটটির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইতিমধ্যেই দেশটির শেনজেন শহরের রাস্তায় হেলমেট পরা পুলিশ সদস্যদের দেখা গেছে। তবে বাইরে থেকে এই স্মার্ট হেলমেট দেখে বিশেষ কিছু বোঝার উপায় নেই। হেলমেটের কাচের পেছনে বিশেষ ক্যামেরার মাধ্যমে এই হেলমেট কাজ করবে।
প্রসঙ্গত, সম্প্রতি চীনা প্রতিষ্ঠান হানওয়াং টেকনোলজি প্রতিষ্ঠানটি মাস্ক পরিধানকারীকেও তাদের প্রযুক্তি শনাক্ত করতে পারবে বলে ঘোষণা দেয়। চীন ফেস রিকগনিশন ছাড়াও ইলেকট্রনিক সারভেইলেনস বা নজরদারির কাজেও বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করে থাকে।