করোনার নতুন ধরন ‘অমিক্রনের’ কথা বিবেচনায় রেখে আগামী জানুয়ারিতে শুরু হওয়া নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এই মুহূর্তে স্থগিত আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, যখন অবস্থা ভালো ছিল, অমিক্রনের কথা শোনা যায়নি, তখন নতুন বছরে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত আছে। অবস্থা কোন দিকে যায়, সেটি দেখতে হবে।
দীপু মনি বলেন, তাঁরা গত দেড় বছরে এ বিষয়ে কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, বিজ্ঞানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। কাজেই তাঁদের পরামর্শে এ বিষয়ে ভাবতে হবে, পরিকল্পনা নিতে হবে। কী করা যায়, সে রকম করেই চিন্তা করা হচ্ছ।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর একেবারে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে। আগামী বছর এমনটা হবে না। আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণে রেখেছি আশা রাখছি এবারের চেয়ে অনেক আগে পরীক্ষা হবে। বছরের প্রথমভাগে না হলেও মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে।
সূত্রঃ শিক্ষা টিভি