লিথুনিয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের দল নির্বাচন করতে শুরু হচ্ছে আঞ্চলিক উৎসব।
তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরি -এ : ৬ষ্ঠ – ৭ম শ্রেণি
ক্যাটাগরি-বি : ৮ম-৯ম শ্রেণি
ক্যাটাগরি-সি : ১০ম-একাদশ শ্রেণি
রেজিষ্ট্রেশন করতে নিচের ওয়েবলিংকে প্রবেশ করুন : http://bdpho.org/index.php/site/online_registration
যে তারিখে যে যে অঞ্চলে “আঞ্চলিক উৎসব” রয়েছে—
১৭ জানুয়ারি – ঢাকা উত্তর অঞ্চল
২৪ জানুয়ারি – চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ
২৫ জানুয়ারি – নোয়াখালী
৩১ জানুয়ারি – কুমিল্লা, রাজশাহী, বরিশাল
০১ ফেব্রুয়ারি – দিনাজপুর, ফরিদপুর
০৭ ফেব্রুয়ারি – ঢাকা দক্ষিণ অঞ্চল
১৪ ফেব্রুয়ারি – খুলনা, বান্দরবান
১৫ ফেব্রুয়ারি – কুষ্টিয়া
দেশের ১৫টি অঞ্চলে অনুষ্ঠিতব্য উৎসবে অংশ নিতে পারবে সারা দেশের শিক্ষার্থীরা। সব আঞ্চলিক বিজয়ীকে নিয়ে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।
তুমি তৈরি তো?
