তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এলআইসিটি প্রকল্পের “দুর্বার” প্লাটফর্ম আয়োজন করেছে “মুজিবের কাছে চিঠি” নামের বিশেষ প্রতিযোগিতা।
অংশগ্রহণের যোগ্যতা
প্রাইমারি-হাইস্কুল অথবা মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা “মুজিবের কাছে চিঠি লেখা” প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগীদের জন্য নিয়ম-কানুন:
- চিঠি লিখতে হবে কাগজ-কলমে এবং অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে। টাইপ করা বা কম্পোজ করা চিঠি গ্রহণযোগ্য নয়।
- একটির বেশি চিঠি পাঠানো যাবে না। তাই পাঠানো সেই একটি চিঠি যেন দারুণ হয় সেটি মনে রাখতে হবে।
- নিজের মাথা খাটিয়ে প্রতিযোগীদের চিঠি লিখতে হবে। ইন্টারনেট থেকে বা কারো থেকে কপি করাও যাবেনা।
- চিঠির শুরুতে প্রিয় বঙ্গবন্ধু এবং চিঠির শেষে প্রতিযোগীর নাম, বয়স, জেলা, স্কুলের নাম, তুমি কোন শ্রেণীর শিক্ষার্থী বিষয়টি উল্লেখ করতে হবে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন্ম শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি লিখতে হবে। শুভেচ্ছা জানানো ছাড়াও চিঠির মধ্যে যেসব বিষয় লেখা যেতে পারেঃ ক) বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাতে পারো খ) বঙ্গবন্ধু সম্পর্কে তুমি কী কী জানো গ) বঙ্গবন্ধুকে তুমি কেন এতো পছন্দ করো ঘ) বড় হয়ে দেশের জন্য তুমি কী করতে চাও সেটাও লিখতে পারো।
- বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় চিঠি লেখা যাবে। হাতের লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে।
- আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে চিঠি লিখে প্রতিযোগিদের বাবা-মা, ভাই-বোন, শিক্ষক বা এমন কারো কাছে দিতে হবে যিনি ফেসবুক ব্যবহার করতে পারেন।
প্রতিযোগীর অভিভাবকের জন্য নিয়ম-কানুন:
- প্রথমে মোবাইল ফোন দিয়ে চিঠির একটি ছবি তুলতে হবে। লক্ষ্য রাখতে হবে ছবি যেন পরিষ্কার এবং ঝকঝকে হয়।
- এবার সেই ছবি অভিভাবকের ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করতে হবে।
- ছবি আপলোড করার সময় ক্যাপশনে (স্ট্যাটাস) চিঠি লেখকের নাম, বয়স, জেলা, স্কুলের নাম, কোন শ্রেণীর শিক্ষার্থী বিষয়টি উল্লেখ করতে হবে।
- ফেইসবুক প্রোফাইল যদি লকড থাকে, তাহলে ছবির লিংক শেয়ার করার আগে প্রোফাইলটি আনলক করে নিতে হবে।
- ক্যাপশনে (স্ট্যাটাস) চিঠি লেখকের নাম, শ্রেণী, বিদ্যালয়, ইত্যাদি তথ্যের পাশাপাশি অবশ্যই এই তিনটি (#Durbar21, #AmarMujib, #LetterToMujib) হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সঠিকভাবে হ্যাশট্যাগ লিখতে না পারলে আপলোড করা চিঠি প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।
- চিঠির ছবিসহ পোস্ট আপলোড করার পর পোস্টের একটি লিংক তৈরি হবে। এবার এই লিংক কপি করে পাঠাতে হবে। এজন্য এই লিংক থেকে চিঠির ছবির পোস্টের লিংক এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
পুরস্কার
বাছাই করা সেরা ১০টি চিঠির লেখকদের জন্য থাকবে দারুণ পুরস্কার।
উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যেই ফর্ম পূরণ করে পাঠাতে হবে।
আপনার মতামত দিন