শ্যাডো নিউজঃ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বিজনেস ক্লাব এর আয়োজনে ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড এর সহযোগিতায় শুরু হয়ে গেলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ১ম বারের মতো বারকোড রেস্টুরেন্ট গ্রুপ প্রেজেন্টস “১ম ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড”।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াডে কারা অংশগ্রহন করতে পারবে?
এই অলিম্পিয়াডে ক্লাস ৯ থেকে শুরু করে অনার্স ২য় বর্ষ পর্যন্ত যে কোনো বিভাগ বা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে। এই অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদের মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
- সেকেন্ডারি লেভেল- ক্লাস ৯ – এসএসসি পরীক্ষার্থী (২০২১ এবং ২০২২ সাল)
- উচ্চ মাধ্যমিক লেভেল- ক্লাস ১১ – এইচএসসি পরীক্ষার্থী) ২০২১ এবং ২০২২)
- অনার্স লেভেল – অনার্স ১ম বর্ষ এবং ২য় বর্ষ।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড কোথায় কীভাবে অনুষ্ঠিত হবে?
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে একযোগে এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অফলাইনে সরাসরি চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াডে কীভাবে অংশগ্রহন করা যায়?
গুগল ফর্মে নির্দিষ্ট সময়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অনলাইনে সিলেকশন/বাছাই পর্বে অংশগ্রহণ করতে হবে।
সিলেকশন/বাছাই পর্বে নির্দিষ্ট ক্যাটারিতে উত্তীর্ণ হলে অনলাইনে ন্যাশনাল/ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড পরীক্ষা কিভাবে হবে?
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিষয়ঃ
- সিলেকশন রাউন্ডঃ ৩০ টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
জেনারেল বিজনেস অ্যাওয়ারনেস – ১০ টি (দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কতটুকু সচেতন তা নিয়ে প্রশ্ন থাকবে) - সাম্প্রতিক বিজনেস রিলেটেড বিষয়বস্তু – ১০ টি (২০২১ এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত)
- প্রাকটিকাল বিজনেস নলেজ – ১০ টি (কর্পোরেট, মার্কেটিং, বিজনেস স্ট্রেটেজি, ম্যানেজমেন্ট এরকম বিষয়গুলোর উপর নির্ভর করে এই বিভাগে প্রশ্ন থাকবে।)
- ফাইনাল রাউন্ডঃ মাধ্যমিক লেভেলের জন্য ৩০ নম্বরের জেনারেল বিজনেস অ্যাওয়ারনেস, সাম্প্রতিক বিজনেস তথ্য এবং প্র্যাকটিকাল বিজনেস নলেজ এর উপর বিশ্লেষাত্মক( Analytical) প্রশ্ন এবং উচ্চ মাধ্যমিক ও অনার্স লেভেলের জন্য ‘কেস স্টাডি’ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে অনলাইনে।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড বিজয়ীদের জন্য কি কি থাকছে?
- জাতীয় পর্বের বিজয়ীদের জন্য আকর্ষনীয় প্রাইজমানি.
- প্রিন্টেড সার্টিফিকেট (বাছাই পর্ব বিজয় + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য)
- ক্রেষ্ট ( বাছাই পর্ব বিজয়ী + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য )
- টি-শার্ট ( বাছাই পর্ব বিজয়ী + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য)
- মেডেল (জাতীয় পর্বের বিজয়ীদের জন্য)
আকর্ষণীয় গিফট।
ন্যাশন্যাল বিজনেস অলিম্পিয়াডে রেজিষ্ট্রেশনকারী সকলে পাবে ভেরিফাইড অনলাইন ই-সার্টিফিকেট।