যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রথমবারের মতো “শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার” প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরস্কার প্রদানের কাজ এগিয়ে রাখতেই পুরস্কারের ক্রেস্ট তৈরির জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এক বিজ্ঞাপনের মাধ্যমে ডিজাইন আহ্বান করেছে। ডিজাইন মনোনীত হলে জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবে।
ইতোমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে ১০ জুলাই। আবেদনপত্র পাওয়ার পর প্রথমে সেগুলো যাচাই-বাছাই করে খসড়া তালিকা তৈরি করা হবে। তারপর ওই তালিকা থেকে চূড়ান্ত বাছাই কমিটি পুরস্কার প্রাপ্তদের নাম ঠিক করবে। আবেদনকারীদের মধ্য থেকে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা তৈরি করতে কাজ করবে দুটি কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের নেতৃত্বে সাত সদস্যের, ‘আবেদন যাচাই-বাছাই ওয়ার্কিং কমিটি’ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে ১০ সদস্যের ‘চূড়ান্ত বাছাই কমিটি।’
ই-মেইলের মাধ্যমে ক্রেস্টের ডিজাইন পাঠাতে হবে।
ক্রেস্টের ডিজাইন পাঠাতে ই-মেইল করুন ।
২০১৮ সালে প্রথমবারের মতো সিদ্ধান্ত নেতা হয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদ প্রতি বছর ‘জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রদান করবে । এতদিন পরে, এ বছর থেকে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করছে দেশের খেলাধুলার অভিভাবক সংস্থাটি। মুজিব শতবর্ষের অংশ হিসেবে পুরস্কারের নাম দেয়া হয়েছে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ’। আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে মনোনীতদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এবং আবেদন যাচাই-বাছাই ওয়ার্কিং কমিটির সভাপতি মো. মাসুদ করিম বলেছেন, ”আমরা নির্দিষ্ট সময়ে পুরস্কার প্রদানের জন্য কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। ইতিমধ্যে পুরস্কারের জন্য আবেদন সংগ্রহ হচ্ছে।”
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য তৈরি করা নীতিমালা অনুযায়ী প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১১টি পুরস্কার প্রদানের কথা বলা হয়েছে। প্রথমবার ১১ পুরস্কার দেয়া হবে সাত ক্যাটাগরিতে। একবার কেউ বা কোনো প্রতিষ্ঠান এই পুরস্কার পেলে দ্বিতীয়বারের জন্য আর আবেদন করতে পারবে না।পুরস্কারপ্রাপ্তদের মাঝে ৭৫ হাজার টাকার পাশাপাশি সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।ইতোমধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পেতে আবেদন করেছিল। সরাসরি হোক বা ভার্চুয়ালি, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
প্রথমবার যে সাত ক্যাটাগরিতে দেয়া হচ্ছে পুরস্কার
১. আজীবন সম্মাননা-১
২. ক্রীড়াবিদ-৩
৩. ক্রীড়া সংগঠক-২
৪. উদীয়মান ক্রীড়াবিদ-২
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা-১
৬. ক্রীড়া সাংবাদিক-১
৭. পৃষ্ঠপোষক-১
আরো পড়তে পারেন,
টোকিও অলিম্পিকে জায়গা করে নিলেন আর্চার দিয়া সিদ্দিকী
এপিএমও প্রতিযোগিতায় ১ম বারের মতো বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ থেকে ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ১৯ তরুণ