শ্যাডো নিউজঃ ঘোষণা করা হয়েছে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট কতৃক আয়োজিত স্পেশাল কুইজ কনটেস্ট “শেখ মুজিবঃ বাংলাদেশের আলোকবর্তিকা” এর বিজয়ীদের তালিকা।
“শেখ মুজিবঃ বাংলাদেশের আলোকবর্তিকা” স্পেশাল কুইজ কনটেস্টের বিজয়ীরাঃ
- প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেহেদি হাসান।
- দ্বিতীয় হয়েছে সাইদুর রহমান শুভ।
- তৃতীয় হয়েছে খান।
- বাকি ১৪ জন বিজয়ী যথাক্রমে নেহাল মুশফিক, তাসনিয়া ইসলাম পাপরি, সাকিব, মৃদুল হাসান, তৌফিক উজ্জামান আবির, আনিতা, এস এম রাকিবুল হাসান, মুদাসসির, সাইবুর, কামরান মিয়া, রেজওয়ানা আফরোজ রিমু, সিয়ামুল ইসলাম, আশফাক, মোঃ জনি আলম।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশের বৃহত্তম শিক্ষা সহায়ক প্লাটফর্ম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট কতৃক “শেখ মুজিবঃ বাংলাদেশের আলোকবর্তিকা” স্পেশাল কুইজ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।
এ ধরনের প্রতিযোগিতার পরবর্তী পরিকল্পনা নিয়ে জানতে চাইলে টিম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট জানায়, শিক্ষার্থীদের মনন বিকাশ ও জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি তাদের ভর্তি প্রস্তুতি যেন আরো ভাল হয় এই বিষয়ে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট সামনে এধরণের আরো কুইজ কন্টেস্টের আয়োজন করবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সহায়ক অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপঃ
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, ভর্তি তথ্য এবং ফর্ম ফিলাপ করা সম্ভব অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অ্যাডমিশন নোটিশ রয়েছে। পরীক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটসমূহে তাদের ভর্তি যোগ্যতা যাচাই করতে পারবে। এছাড়াও, উক্ত ইউনিটগুলোতে আবেদন করা সম্ভব অ্যাপের সাহায্যে ঘরে বসেই। এমনকি, এডমিট কার্ড ডাউনলোড এবং সিটপ্ল্যানও দেখা যাবে অ্যাপের মাধ্যমেই। থাকছে এক্সাম ডেইটের কাউন্টডাউন এবং এসএমএস এলার্ট, ফলে কোনো পরীক্ষার তারিখ ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। এর পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য থাকছে পিডিএফ সাজেশন, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ এক্সাম দেয়ার ব্যবস্থা।
পরীক্ষার্থীরা পড়ালেখা সম্পর্কিত বিভিন্ন ব্যাপারে লাইভ সাপোর্ট ও বিভিন্ন দিকনির্দেশনাও নিতে পারবে অ্যাপে দেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের থেকে। এছাড়াও, সেসব ভার্সিটিতে যাতায়াতের এবং থাকার ব্যবস্থাও করে দেয়ার চেষ্টাও করবে তারা। যাতায়াতের জন্য বাস ও ট্রেনের টিকিট কাটা যাবে অ্যাপ থেকেই। শুধু তাই নয়, এক্সামের পর রেজাল্ট ও দেখা যাবে এই মোবাইল অ্যাপের মাধ্যমেই।
আরও পড়ুনঃ বিশেষ রচনা প্রতিযোগিতা “আমাদের মুজিব”
আপনার মতামত দিন