ব্যাটিং ইনিংসটা মুশফিকুর রহিম একাই টানলেও বোলিংয়ে এক সঙ্গে জ্বলে উঠলেন সবাই। মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ১৪১ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। যাতে ডিএল ম্যাথডে তিন ম্যাচ সিরিজ এর দ্বিতীয়টিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে আজ ১০৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ বা আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের টেবিলের শীর্ষে ওঠা- দুটির তাৎপর্যের তুলনা হয়তো একটু জটিল হয়ে পড়বে। বিশ্বকাপ বাছাইপর্বের অংশ বলে এখন সব সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সেখানে টেবিলের শীর্ষে ওঠা অন্তত মানসিক দিক দিয়ে তো একটু উজ্জীবক হতেই পারে ভবিষ্যতের জন্য। আবার কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রথমবার সিরিজ জয় এর ঐতিহাসিক মূল্যটাও তো কম নয়!
বাংলাদেশকে অবশ্য কোনটা বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ এর হিসাবে যেতে হলো না, এক ম্যাচ জয়েই হয়ে গেল দুটি। মুশফিকুর রহিমের সেঞ্চুরির পর বোলারদের সমন্বিত পারফরম্যান্সে এই মেঘ এই বৃষ্টির ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো তাদের সিরিজ জিতেছে তারা এক ম্যাচ বাকি রেখেই, সঙ্গে ৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে উঠে গেছে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষেও।
তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ৭৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম।
এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটপিকার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন দাস।
টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে শ্রীলংকা। এরপর শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে ৩৩ মিনিট পর খেলা শুরু হওয়া ম্যাচ গড়ায় কার্টল ওভারে। ডিএল মেথডে শ্রীলংকার টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। কার্টল ওভারে শেষ দুই ওভারে ১৫ রান করে ১৪১ রানে ইনিংস গুটায় শ্রীলংকা।
দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশ দলের হয়ে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নের। দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৪৬/১০ (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন ২৫)।
শ্রীলংকা: ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, নিশাঙ্কা ২০; মিরাজ ৩/২৮, মোস্তাফিজ ৩/১৬, সাকিব ২/৩৮)।
ফল: বাংলাদেশ বৃষ্টি আইনে ১০৩ রানে জয়ী।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে জিতল টাইগাররা।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বা আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো দেখুন,