করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) সনাক্তকরণ ও কিট উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
করোনা ভাইরাস (কোভিড-১৯) রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে এ সভা আয়োজিত হয়।
শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
সভায় জানানো হয় যে, বাংলাদেশে করোনা শনাক্তকরণ পরীক্ষা অতি দ্রুত ব্যাপক হারে করা জরুরি। নইলে যে কোনো মুহূর্তে ভাইরাসটির ব্যাপকতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বারবার তাগিদ দিয়ে বলছে, ‘সব দেশের প্রতি আমাদের উপদেশ, ‘পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা’।
মানে করোনা আক্রান্ত হিসেবে কাউকে সন্দেহ হলে প্রথম কাজ হলো পরীক্ষা করানো। ডব্লিউএইচও কোনো দেশের নাম উল্লেখ করেনি। তবে এই বার্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের জনঘনত্ব ও এখানকার মানুষের জীবনযাপনের ধরন বিবেচনায় নিয়ে অনেক বিশেষজ্ঞই বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে বিবেচনা করছেন।
সভায় জানানো আরো হয় যে, করোনা ভাইরাস (COVID-19 Pandemic) সনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে।
তবে এই বিশেষজ্ঞ ও দক্ষ লোকবলের সর্বোত্তম ব্যাবহার করার জন্য একটি সতন্ত্র ও বিশেষায়িত অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা জরুরি। এই ল্যাব করোনা ভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোন ভাইরাস ও অণুজীব সনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে ব্যবহৃত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ দেশের অন্যত্র একই প্রকৃতির ল্যাব প্রতিষ্ঠা ও ল্যাব পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সহায়তা প্রদান করতে পারবেন ।
এছাড়া, সভায় উল্লেখিত পদক্ষেপ বাস্তবায়নে নিন্মোক্তদের সমন্বয়ে একটি ৪-সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।
নাম | পদবি |
অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান | আহবায়ক |
অধ্যাপক ড. এম এ মালেক | সদস্য |
অধ্যাপক ড. মামুন আহমেদ | সদস্য |
অধ্যাপক ডা. শাহরিয়ার নবী | সদস্য ও মুখপাত্র |
এই কমিটি সরকারের সংশ্লিষ্ট জাতীয় কমিটির সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য যে,করোনা ভাইরাস (COVID-19 Pandemic) উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষাসমূহ পূর্বঘোষিত ৩১ মার্চ ২০২০ তারিখের পরিবর্তে আগামী ০৯ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ০৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।