নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো “ সামাজিক পরিবর্তন ও সাম্প্রতিক সময়ের প্রবনতা : একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ” শীর্ষক সেমিনার ২০২০।
দক্ষিণ বাংলার অক্সফোর্ডখ্যাত কলেজ সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। বক্তব্য পর্বে সেমিনারের প্রধান আকর্ষন প্রবন্দকার, জিয়া রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সমাজবিজ্ঞানের গুরুত্ব, বর্তমান সমাজের অবস্থা, সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতি বিষয়ক, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল এবং কুফল, কিশোর অপরাধ দমন বিষয়ক, সামাজিকিকরনের গুরুত্ব, পুঁজিবাদী সমাজ ব্যাবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজের দুর্নীতিগুলো বন্ধ করতে হলে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে অপরাধ বিষয়য়ক বিভিন্ন প্রশ্ন করা হয় এবং ধারাবাহিকভাবে তিনি উত্তর দেন।
আয়োজিত সেমিনারে সম্মানিত অধ্যক্ষ মহোদয়, পরিবারের সন্তানদের অপরাধ বৃদ্ধি পাওয়া এবং সামাজিক অপরাধ থেকে পরিত্রান পাওয়ার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা পেশ করেন। শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার ক্লাবসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।
আয়োজিত সেমিনারের সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, মোর্শেদা নাজনীন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে সকল অপরাধ সংঘটিত হচ্ছে এগুলোর যথোপযুক্ত বিচার হলেই কেবল অপরাধগুলো বন্ধ করা সম্ভব। এছাড়াও সেমিনারটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সরকারি ব্রজমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার। সেমিনারে প্রধান আকর্ষন হিসেবে উপস্হিত ছিলেন, প্রবন্দকার, জিয়া রহমান, প্রফেসর ও বিভাগীয় প্রধান, অপরাধবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক, জনাব মোঃ আলআমিন সরোয়ার। সেমিনারে সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর মোর্শেদা নাজনীনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকমন্ডলী এবং সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী।
উল্লেখ্য, অক্সফোর্ডখ্যাত কলেজটি ১৮৮৯ সালে যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠানটি প্রাচ্যের ভ্যানিচ বরিশালে অবস্থিত। এবং ধারাবাহিকভাবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে যুগের পরে যুগ।