বৈশ্বিক মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস বিশ্বের ১৮৫ টি দেশ ও অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৮৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৫০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭১১ জন। চীনে নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার পর ভাইরাসটি নিয়ন্ত্রণে আনা গেলেও বিশ্বে তা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা । বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন চীনা ধনকুবের ব্যবসায়ী জ্যাক মা। নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জ্যাক মা বার্তা দেন, “গো এশিয়া! জরুরি সামগ্রী সহায়তা হিসেবে আমরা আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ১৮ লক্ষ মাস্ক, দুই লক্ষ ১০ হাজার (ভাইরাস) শনাক্তকরণ কিট, ৩৬ হাজার সুরক্ষাদানকারী পোশাক, ভেন্টিলেটর ও থার্মোমিটার দেব। দ্রুত এগুলো পৌঁছানো সহজ নয়, কিন্তু আমরা এটা করব।”

বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি জ্যাক মা-র “আলিবাবা”। “আলিবাবা”কে চীনের ই-বে বলে গণ্য করা হয় যার বর্তমান বাজার মূল্য চল্লিশ হাজার কোটি ডলার। ১৯৯৯ সালের ৪ এপ্রিল জ্যাক মা’র হাত ধরে যাত্রা শুরু করে “আলিবাবা”। প্রায় দুইশত দেশে সেবা প্রদানকারী আলিবাবা এখন বিশ্বের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।