অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত নিলেও এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। হল বন্ধ রেখে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, আপাতত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে হল না খোলার শর্তে পরীক্ষামূলকভাবে পরীক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষার্থীগণসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে পুরোপুরি স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেইসাথে তাদেরকে করোনাভাইরাসের টিকা গ্রহণ সম্পর্কিত তথ্য বিভাগীয় সভাপতিকে অবহিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বের নিয়মেই পরীক্ষা এবং নম্বর বণ্টন বহাল থাকবে এবং শিক্ষার্থীদের ফরমপূরণ ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া চতুর্থ বর্ষের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষাও একইভাবে গ্রহণ করা হবে।