করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। করোনার বিস্তার রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। করোনাভাইরাসের কারণে আপাতত কমর্হীন আছে সকল স্তরের মানুষ। বিশেষ করে সমস্যায় আছে নিম্নবিত্ত মানুষ। এ অবস্থায় নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময় ২০ হাজার লোকের খাবার ব্যবস্থা করা হবে বোর্ড থেকে।
করোনাভাইরাসের কারনে আপাতত সকল ধরনের ঔষুধের দোকান, মুদি দোকান ছাড়া সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ। এতে করে আর্থিক সংকটে পড়ছে সকল স্তরের লোকজন। সরকার থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ। খাবার বিতরণ থেকে শুরু করে আর্থিক সহায়তা ও দেওয়া হচ্ছে অসহায় পরিবারকে। এসব অসহায় মানুষের সাহায্যে বাংলাদেশ ক্রিকেটের অনেকেই এগিয়ে এসেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনাভাইরাস মোকাবিলায় দেশের ক্রিকেটাররা নিজস্ব উদ্যোগে তহবিল গঠন করেছেন। খেলোয়াড়দের কেউ কেউ বিচ্ছিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন। এই দুর্যোগ মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তার জন্য এগিয়ে এসেছে বিসিবি।
যেসব এলাকায় করোনার প্রকোপ বেশি আকারে দেখা দিচ্ছে সেসব এলাকায় মানুষের পাশে দাড়াতে বিসিবি চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্যাকেটে করে বিতরণ করবে।
বিসিবির এই উদ্যোগটি সম্পর্কে জানিয়েছেন বিসিবির শীর্ষ কর্তা ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি আরো বলেন, “ক্রিকেট বোর্ডের তরফ থেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকায় ২০ হাজার লোকের খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি মাসব্যাপী চলবে দেশের বিভিন্ন প্রান্তে। এবং এই ত্রাণ বিতরণ কয়েকদিনের মধ্যেই চালু হবে।”
এর আগে বিসিবি থেকে জাতীয় দল, মহিলা দল, পেশাদার লীগের খেলোয়াড়দের বেতন ভাতা পরিশোধ করে দেয়। আজ হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করে বিসিবি। খাদ্য সহায়তার পাশাপাশি হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের একেকজন খেলোয়াড়কে ১০হাজার টাকা করে আর্থিক অনুদান দেয় বিসিবি।
হুইলচেয়ার ক্রিকেট দলের পাশে দাঁড়ালো বিসিবি
জালাল ইউনুস বললেন, ‘হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। তারাও খুব কষ্টের মধ্যে আছে, বেশিরভাগ খেলোয়াড়ের আর্থিক অবস্থা ভালো নয়। বিসিবি সভাপতি তাদের সহায়তার বিষয়টা অনুমোদন দিয়ে দিয়েছেন।’

করোনা মোকাবিলায় বাংলাদেশের সব পর্যায়ের ক্রিকেটাররাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও সম্প্রতি বিভিন্ন সিরিজ খেলা ১০ ক্রিকেটার; মোট ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দিয়ে প্রায় ২৬ লাখ টাকা দান করেছেন।
প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন। চুক্তিবদ্ধ ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন দুস্থ মানুষের সাহায্যে। এ ছাড়া বিশ্বজয়ী যুব দলের ১৬ সদস্য ও ৮ কর্মকর্তা মিলে আড়াই লাখ টাকা দান করেছেন।
এছাড়া আজ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা কারাগারের আসামীদের ও কারারক্ষীদের করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করেন। তাদের জন্য সাবান, মাস্ক, গ্লাভস ও সেনিটাইজার হস্তান্তর করেন।
বাংলাদেশে এখন পর্যন্ত ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৯ জন। রোববার সবচেয়ে বেশি ১৩৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।