শ্যাডো নিউজঃ মানবজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জীবনের বাঁকে বাঁকে আমরা নানাভাবে এই সাহিত্যের সাথে পরিচিত হই। সাহিত্য জীবনে নিয়ে আসে কিছু অন্যরকম অনুভূতি, নতুনের আহ্বান। সাহিত্যের এই অগ্রযাত্রাকে ছড়িয়ে দেয়ার জন্য “Education & Others” নিয়ে এলো “সাহিত্য উৎসব ২০২১”।
এই ইভেন্টে থাকছে সর্বমোট ১২ টি সেগমেন্ট
১। সাহিত্য অলিম্পিয়াড
২। বাংলা অলিম্পিয়াড
৩। একক কুইজ
৪। হাতের লেখা
৫। কবিতা লেখা
৬। গল্প লেখা
৭। নিবন্ধ লেখা
৮। বুক রিভিউ লেখা
৯। কবিতা আবৃত্তি
১০। গল্প বলা
১১। পাবলিক স্পিকিং
১০। বুক ফটোগ্রাফি
সাহিত্য উৎসব ইভেন্টে অংশগ্রহনের যোগ্যতা
যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা এই ইভেন্টে অংশ নিতে পারবে, তবে প্রতিযোগীকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে। একজন প্রতিযোগী চাইলে সবগুলো সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
রেজিস্ট্রেশন ফর্মঃ https://forms.gle/MymTm3YHUQsArauy8
রেজিস্ট্রেশন এবং সাবমিশনের সর্বশেষ সময়ঃ ০৫ সেপ্টেম্বর, ২০২১
সেগমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত বিষয়াবলীঃ
সাহিত্য অলিম্পিয়াডঃ
এই ইভেন্টের অন্যতম আকর্ষণ এই সাহিত্য অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন থাকবে। গুগল ফর্মের মাধ্যমে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের মাঝে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। অলিম্পিয়াডের তারিখ ও সময় ইভেন্ট পেইজে প্রকাশ করা হবে।
বাংলা অলিম্পিয়াডঃ
“বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আয়োজিত হবে বাংলা অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডেও বেশকিছু প্রশ্ন থাকবে। গুগল ফর্মের মাধ্যমে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের মাঝে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। অলিম্পিয়াডের তারিখ ও সময় ইভেন্ট পেইজে প্রকাশ করা হবে।
একক কুইজঃ
কুইজের বিষয় হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ”। কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করা সকল প্রতিযোগীকে নিয়ে গুগল ফর্মের মাধ্যমে একটি প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হবে, যেখানে উক্ত বিষয়টির উপর কিছু প্রশ্ন থাকবে। নির্দিষ্ট সময়ের মাঝে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। অতঃপর সেখান থেকে সেরা কুইজারদের নির্বাচন করে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে অনলাইন মীটিং-এর মধ্যমে। একক কুইজের তারিখ ও সময় ইভেন্ট পেইজে প্রকাশ করা হবে।
হাতের লেখাঃ
নিজের হাতে লেখা যেকোনো কিছু (সেটা হতে পারে সাধারণ কয়েকটি লাইন বা কোনো কবিতার অংশবিশেষ) অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
সেক্ষেত্রে আপনার হাতের লেখা যথাসম্ভব সুন্দর ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #হাতেরলেখা
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ অফিশিয়াল পেইজ Education & Others থেকে প্রকাশ করা হবে।
কবিতা লেখাঃ
নিজের লেখা কোনো কবিতা অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কবিতার একটি নাম থাকতে হবে এবং আপনি চাইলে ওই কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো ছবি পোস্টে ব্যবহার করতে পারবেন।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #কবিতালেখা
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ আমাদের অফিশিয়াল ম্যাগাজিন থেকে প্রকাশ করা হবে।
গল্প লেখাঃ
নিজের লেখা কোনো গল্প আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
সেক্ষেত্রে অবশ্যই গল্পের একটি নাম থাকতে হবে এবং আপনি চাইলে ওই গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো ছবি পোস্টে ব্যবহার করতে পারবেন।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #গল্পলেখা
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ অফিশিয়াল ম্যাগাজিন থেকে প্রকাশ করা হবে।
নিবন্ধ লেখাঃ
কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর নিজের লেখা নিবন্ধ আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিবন্ধের একটি শিরোনাম দিতে হবে এবং আপনি চাইলে ওই নিবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো ছবি পোস্টে ব্যবহার করতে পারবেন।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #নিবন্ধলেখা
গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ অফিশিয়াল ম্যাগাজিন থেকে প্রকাশ করা হবে।
বুক রিভিউ লেখাঃ
নিজের পড়া যেকোনো বইয়ের রিভিউ আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
সেক্ষেত্রে বইয়ের নাম ও লেখকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনি চাইলে ১০ এর মধ্যে বইটিকে একটি পার্সোনাল রেটিং-ও দিতে পারেন। পাশাপাশি যে বইয়ের রিভিউ দিচ্ছেন সে বইয়ের কভার পেইজের ছবিটি অবশ্যই পোস্টের সাথে সংযুক্ত করতে হবে।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #বুকরিভিউলেখা
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ আমাদের অফিশিয়াল ম্যাগাজিন থেকে প্রকাশ করা হবে।
কবিতা আবৃত্তিঃ
নিজের আবৃত্তি করা যেকোনো কবিতা আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে কবিতাটির নাম ও কবির নাম অবশ্যই পোস্টের ক্যাপশনে উল্লেখ করে দেবেন। আপনি চাইলে স্বরচিত কোনো কবিতাও আবৃত্তি করতে পারবেন।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #কবিতাআবৃত্তি
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ আবৃত্তিসমূহ অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।
গল্প বলাঃ
নিজের মুখে বলা যেকোনো গল্পের ভিডিও আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে ক্যাপশনে গল্পের নামটি অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আপনি চাইলে নিজের লেখা কোনো গল্পও ভিডিও আকারে উপস্থাপন করতে পারবেন। পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #গল্পবলা
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে।
শ্রেষ্ঠ গল্পসমূহ আমাদের অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।
পাবলিক স্পিকিংঃ
কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর নিজের একটি স্পীচ আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
সেক্ষেত্রে কোন বিষয়ের উপর আপনি পাবলিক স্পিকিং-এর ভিডিওটি পোস্ট করছেন, সেটি ক্যাপশনে উল্লেখ করে দেবেন। পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #পাবলিকস্পিকিং
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ স্পীচসমূহ আমাদের অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।
বুক ফটোগ্রাফিঃ
আপনার সংগ্রহে থাকা যেকোনো বইয়ের ছবি কিংবা আপনার বইয়ের সংগ্রহকে তুলে ধরে এমন কোনো ছবি অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। এক্ষেত্রে ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন দেয়ার চেষ্টা করবেন।
পোস্ট করার সময় ক্যাপশনে বাংলায় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের হ্যাশট্যাগ তিনটি অবশ্যই ব্যবহার করতে হবে।
#EducationAndOthers #সাহিত্যউৎসব২০২১ #বুকফটোগ্রাফি
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/educationandothers
পোস্টে রিঅ্যাক্ট ও কমেন্টের উপর ভিত্তি করে থাকবে ৫০% নম্বর, বাকি নম্বর বিচারকার্যের ভিত্তিতে প্রদান করা হবে। শ্রেষ্ঠ আলোকচিত্রসমূহ অফিশিয়াল ম্যাগাজিন থেকে প্রকাশ করা হবে।
উক্ত সকল সেগমেন্টে প্রতিযোগী যত ইচ্ছা তত পোস্ট করতে পারবেন, এতে কোনো বাঁধাধরা নিয়ম নেই।
Education & Others এর ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Education.Others
ফেসবুক Group: https://www.facebook.com/groups/educationandothers
যেকোনো প্রয়োজনে ই-মেইলঃ others.education@gmail.com
আরও পড়ুনঃ