শ্যাডো নিউজঃ করোনাভাইরাস মোকাবেলায় জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমেরিকার বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন করোনাভাইরাস বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে তাদের ‘সিরি’ অ্যাপটিকে আপডেট করেছে। ফলে ব্যবহারকারী বাসা থেকেই করোনা সম্পর্কিত তথ্য ও পরামর্শ পাবেন।
ব্যবহারকারী অ্যাপটিকে করোনা বিষয়ক প্রশ্ন করলে সরাসরি উত্তর দিচ্ছে। ‘হাউ ডু আই নো ইফ আই হ্যাভ করোনাভাইরাস’ অথবা ‘ডু আই হ্যাভ করোনাভাইরাস?’ এ ধরনের প্রশ্ন উচ্চারণ করলেই ব্যবহারকারীদের করোনাভাইরাসের কোন লক্ষণ যেমনঃ শরীরের তাপমাত্রা কত, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি আছে কিনা জানতে চাইবে ‘সিরি’। প্রয়োজনে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শও দিচ্ছে অ্যাপলের ভার্চুয়াল সহকারী এই অ্যাপটি।
এছাড়াও দরকার হলে ‘টেলিহেলথ’ অ্যাপের ডাউনলোড লিংক দিচ্ছে। অ্যাপলের এই অ্যাপটি যুক্তরাষ্ট্রের ইউজাররা আপাতত ফিচারটি ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
অ্যাপল আরও জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে তারা ওয়েবসাইট ও অ্যাপ উন্মোচন করেছে। সেখান থেকে মানুষ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলার উপায় জানতে পারবে।
‘সিরি’ হলো, একটি ভার্চুয়াল সহকারী যা অ্যাপলের আইওএস, আইপ্যাডওএস, ওয়াচওএস, ম্যাকওএস এবং টিভিএস ওএসের অংশ। অ্যাপটি ২০১১ সালের ১২ অক্টোবর (৮বছর আগে) অ্যাপল লঞ্চ করেছিল।
অ্যাপটি মূলত এসআরআই ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে নির্মিত হয়েছে। অ্যাপটির স্পিচ রিকগনিশন ইঞ্জিনটি ন্যুয়েন্স কমিউনিকেশনস সরবরাহ করেছিল এবং অ্যাপটিতে সফলভাবে কাজ করতে উন্নত মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাপটি আমেরিকান, ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান ভয়েস অভিনেতারা ২০০৫ সালের দিকে তাদের নিজ নিজ কন্ঠ রেকর্ড করেছিলেন। ভয়েস অ্যাসিস্ট্যান্টটি ফেব্রুয়ারী ২০১০ এ আইওএসের অ্যাপ হিসাবে প্রকাশিত হয়েছিল।
অ্যাপটিতে ইংলিশ, আরবি, ফ্রান্স, চীনা, ডাচ, ড্যানিশ, ফিনিশ, জার্মান, ইটালিয়ান, জাপানি, মালয়, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কিসহ ২০টিরও বেশি ভাষা ব্যবহারের সুবিধা রয়েছে।
করোনা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে ভিজিট করুন এই পেজঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা