চলতি বছরের আগামী সুপার মুন দেখা যাবে ৮ এপ্রিল । চাঁদ দেখতে যারা ভালোবাসেন, তাদের জন্য এই সুপার মুন (April full moon) একটু বিশেষ।
চলতি বছরের উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে এইটি। এপ্রিলের এই সুপারমুনকে ডাকা হচ্ছে গোলাপি চাঁদ নামে। অনুষ্ঠানটি সরাসরি অনলাইনে দেখা যাবে। ৭ এপ্রিল সন্ধে থেকে ৮ এপ্রিল ভোর পর্যন্ত সুপার পিংক মুন দেখা যাবে।
তাই,মঙ্গলবার রাতের আকাশে চোখ রাখতে ভুলবেন না। কারণ করোনাভাইরাস থেকে কিছুক্ষণের জন্য মন অন্যদিকে ঘোরানোর রসদ আজ মজুত থাকবে রাতের আকাশে। যা দেখা যাবে বাংলাদেশ সময় রাত ১২ঃ০১ হতে৷ আগামী সুপারমুন সম্পর্কে জেনে নিন বিশেষ কিছু তথ্য।
সুপারমুন কী?
সুপারমুনের (supermoon) কক্ষপথ পৃথিবীর নিকটতম। আমাদের গ্রহ থেকে এই নিকটতম দূরত্বের কারণেই চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। এই মাসের সুপার পিঙ্ক মুন আমাদের গ্রহ থেকে ৩৫৬,৯০৭ কিলোমিটার দূরে থাকছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার।
পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে যে পয়েন্টে আসলে পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়, তাকে পেরিজি বলা হয়। এই পেরিজিতে এসে পৌঁছলেই তাকে সুপার মুন বলা হয়।
তবে পূর্ণিমা হলেই কিন্তু সুপারমুন নাও হতে পারে কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে। CNET-র একটি প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিলের সুপারমুন এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন হবে।
একে গোলাপি চাঁদ বা সুপার পিংক মুন বলা হচ্ছে কেন?
পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলির উপর নির্ভর করে। প্রতিবেদন অনুযায়ী, ‘গোলাপি চাঁদ’ নামটি গোলাপি ফুলের (Phlox subulata) নামের উপর ভিত্তি করে দেওয়া।
এই ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়।
২০২০ সালের শেষ সুপারমুন কখন দেখা গিয়েছিল?
২০২০ সালের এখনও অব্দি শেষ সুপারমুন ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে দেখা গিয়েছিল। মার্চের সুপারমুনকে ডাকা হয়েছিল সুপার ওয়ার্ম মুন (Worm Moon) নামে।
সুপার মুন আকারে সাধারণ চাঁদের থেকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হয়। সুপার পিংক মুন হবে এই বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল চাঁদ। বায়নোকুলার থাকলে তা দিয়ে আরও সুন্দর গোলাপী চাঁদ দেখতে পাবেন আপনি।.