শ্যাডো নিউজঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সেগুফতা বখ্ত চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক এই চেয়ারম্যানের জানাজা আজ বুধবার বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।
সাবেক গভর্নর সেগুফতা বখ্ত চৌধুরী
সেগুফতা বখ্ত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাষ্ট্র থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর চতুর্থ গভর্নর; মোঃ নূরুল ইসলাম দায়িত্ব ত্যাগের পর তিনি ১৯৮৭ সালের ১২ এপ্রিল গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত এই পদে অধিষ্টিত থাকেন।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যুরোর চীফ কন্ট্রোলার ছিলেন। তিনি অর্থ ও বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয় ও অভ্যন্তরীন রেভিন্যু ডিভিশনের (আইআরডি) সচিব ছিলেন।
গভর্নরের দায়িত্ব পালনের পূর্বে তিনি ১৯৮৩-১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে তত্বাবধায়ক উপদেষ্টা হিসেবে শিল্প, বানিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন দেওয়ান মামুন চৌধুরী ও দাদা ছিলেন খান বাহাদুর ওয়াসিল চৌধুরী। তিনি বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভাগ্নে।
পেশাগত জীবনে মরহুম এস. বি চৌধুরী ধীর, স্থির, মেধা, দক্ষতা, মননশীলতায় ছিলেন অনন্য। আর্থিক খাতের কর্নধার হিসেবে উদ্ভুত সমস্যাদি দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করেন।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, সুচিন্তক, মেধাবী, সততা ও দক্ষতায় অনন্য মরহুম এস. বি চৌধুরীর আর্থিক খাতের সংস্কার, সাধনে এদেশে অগ্রণী ভুমিকা পালন করেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১৮ জানুয়ারি তারিখ এ. এন. এম. হামিদুল্লাহ্ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন। ১৯ নভেম্বর ১৯৭৪ থেকে ১৩ জুলাই ১৯৭৬ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী এ. কে. নাজিরউদ্দীন আহমেদ ছিলেন সবচেয়ে স্বল্প সময়ের জন্য দায়িত্ব প্রাপ্ত গভর্নর এবং ১৩ জুলাই ১৯৭৬ থেকে ১২ এপ্রিল ১৯৮৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা মোঃ নূরুল ইসলাম হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বপালনকারী।
আরো পড়ুনঃ
আপনার মতামত দিন