সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক আর্থিক খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে চলতি বছর সেরা ‘বিজনেস কনগ্লোমারেট গ্রুপ’ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। যুক্তরাজ্যভিত্তিক অর্থ ও ব্যবসা বিষয়ক সাময়িকী দ্য গ্লোবাল ইকোনোমিকস ২০২১ সালে আর্থিকখাতে পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ করেছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বসুন্ধরা। এতে বলা হয়েছে, সম্প্রতি দ্য গ্লোবাল ইকোনোমিকস ২০২১ সালে আর্থিক খাতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ ক্যাটাগরিতে বসুন্ধরা গ্রুপের নাম সবার উপরে রয়েছে।
সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক আর্থিক খাতে অবদান রাখার স্বীকৃতি ও সম্মান দিতে প্রতি বছর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ার্ড ঘোষণা করে এ সাময়িকী। এছাড়া আর্থিক খাতের পাশাপাশি স্বাস্থ্য, ব্যাংকিং, বীমা, আবাসন, প্রযুক্তি, নেতৃত্বসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তি ও সংগঠনকে পুরস্কৃত করে থাকে সাময়িকীটি।
বিশ্ব অর্থনীতিতে অবদান রাখায় বসুন্ধরা গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে। দেশের বাণিজ্য ও বাণিজ্যের অগ্রগতিতে অসামান্য অবদানের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ‘সেরা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়া হয়েছে।
বসুন্ধরা গ্রুপের তিনটি পণ্য- বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু এবং বসুন্ধরা ডায়াপ্যান্ট- সুপারব্র্যান্ডস পুরষ্কার ২০২০-২০২১ পেয়েছিল।
এদিকে, ২০২১ সালে ডিজিটাল ফিন্যান্স ক্যাটাগরিতে সেরা নতুন মোবাইল অ্যাপ নির্বাচিত হয়েছে বাংলাদেশ সরকারের নগদ অ্যাপ।
দ্য গ্লোবাল ইকোনমিকস ঘোষিত চলতি বছর ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড জয়ীদের তালিকায় আরও আছে দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে সিঙ্গাপুরের স্ট্যাশঅ্যাওওয়ে, সেরা ইএসজি রিস্ক অ্যাডভায়জরি ফার্ম হংকংয়ের প্যাসিফিক রিস্ক অ্যাডভাইজর্স লিমিটেড, সেরা সৃজনশীল পেম্যান্ট সলিউশন প্রোভাইডার নির্বাচিত হয়েছে বাহরাইনের আরব ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সেরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট নির্বাচিত হয়েছে বাহরাইনের জিএফএইচ ফিন্যান্সিয়াল গ্রুপ, দ্রুত সম্প্রসারণশীল আর্থিক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মিশরের কন্টাক্ট ফিন্যান্সিয়াল হোল্ডিং।
বাংলাদেশের একটি অন্যতম বড় ও সেরা শিল্পোগোষ্ঠী বা ইন্ডাস্ট্রি হচ্ছে ‘বসুন্ধরা গ্রুপ ’। দেশ ও মানুষের জন্য এই স্লোগান নিয়ে ১৯৮৭ সালে যাত্রা করে। প্রথম পর্যায়ে যখন তারা সফল হতে শুরু করে তারপর থেকেই নতুন নতুন সেক্টরে তারা বিনিয়োগ করতে থাকে। বসুন্ধরা গ্রুপে সব মিলিয়ে ২০ হাজারের অধিক মানুষ কর্মরত আছে। প্রতিনিয়তই বিভিন্ন আন্তর্জাতিক পেয়ে আসছে বসুন্ধরা গ্রুপ ।
আরো পড়ুন,
নারী উদ্যোক্তাদের ই-কমার্স ‘লালসবুজ ডটকম’ এর যাত্রা শুরু
হাতের মুঠোয় বাজার চালডাল ডট কম
ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকা ২০২১