জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর শততম জন্মবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) – এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে এনভায়রনমেন্টাল থিয়েটার ‘জয় বাংলা’ বাস্তবায়নের জন্য বিভাগওয়ারী গঠিত উপ-কমিটির ২য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সাম্প্রতিক করোনা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এনভায়রনমেন্টাল থিয়েটার ‘জয় বাংলা’র আগামী ২৬ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) – এর শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চায়ন স্থগিত করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং আনুষ্ঠানিক কোনো আয়োজন ছাড়া অন্যান্য সকল কাজ চলমান থাকবে – এই মর্মে ঘোষণা করা হয়।

এছাড়াও সভায় করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে সম্ভাব্য মঞ্চায়ন আগামী ১৭ এপ্রিল (মুজিব নগর দিবসে) হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর বিভাগওয়ারী গঠিত উপ-কমিটির ৩য় সভার মাধ্যমে চূড়ান্ত তারিখ নির্ধারন করার সিদ্ধান্ত গৃহিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, “জয় বাংলা” একটি এনভায়রনমেন্টাল থিয়েটার প্রযোজনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর শততম জন্মবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় এনভায়রনমেন্টাল থিয়েটার “জয় বাংলা”। এই নাটকের গল্প ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের স্লোগান, মিছিল ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নির্ভর। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২০ জন শিক্ষক, শিক্ষার্থী অভিনয় করবেন। এই নাটকের মূল চরিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নাটকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ ১৯৭১ সালের তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) – এর আলোকে তৈরি করা হবে।আয়োজনটির প্রযোজনা প্রধান উপদেষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। আয়োজনটি রচনা ও নির্দেশনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং প্রযোজনা প্রধান সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল জাবির। পুরো আয়োজনটির প্রযোজনা তত্ত্বাবধানে রয়েছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।