শ্যাডো নিউজঃ করোনাভাইরাসের কারণে একের পর এক ফুটবল-ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচগুলো স্থগিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনির্দিষ্টকালের জন্য স্পেনে শুরু হওয়া লা লিগা স্থগিত ঘোষণা করা হয়েছে! সাথে সাথে স্পেনের সব পেশাদার ফুটবল ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৮ তারিখও স্প্যানিশ লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছিলো। তবে করোনাভইরাসের কারণে ঘোষণা করা হয়েছিলো এপ্রিলের ৪ তারিখ থেকে আবার শুরু হবে। কিন্তু স্পেনে কোভিড-১৯এর সংক্রমণ এবং মৃত্যু দুটোই প্রতিনিয়ত বেড়েই চলছে। আর তাইতো এবার স্পেনের অনির্দিষ্টকালের জন্য সব ফুটবল ম্যাচগলো স্থগিত ঘোষণা করা হয়েছে। যতদিন পর্যন্ত সরকার পক্ষ থেকে ঘোষণা না আসবে, ঠিক ততোদিনই স্পেনে সব ধরনের ফুটবল ম্যাচগুলো স্থগিত থাকবে।
গতকাল সোমবার বিকালে লা লিগা কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “করোনাভাইরাসের ছোবল থেকে স্পেন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লিগ স্থগিত থাকবে। সেটা একমাস বা কয়েকমাসও হতে পারে।”
প্রসঙ্গত, করোনাভাইরাসের জন্য এর আগে স্থগিত করা হয়েছিল চ্যাম্পিয়নস লিগ, ইপিএলসহ বিভিন্ন দেশের ফুটবল-ক্রিকেট টুর্নামেন্টগুলোও। এছাড়াও বিগেষ্ট শো অন আর্থ টোকিও অলিম্পিকের ৩২ তম আসর হবে কিনা এ নিয়েও বেশ শঙ্কা রয়েছে!
২০১৯ সালের শেষের দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কবলে পড়েছে স্পেন। এখন পর্যন্ত দেশটিতে ৩৩হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এবং এ পর্যন্ত ২১৮০ জন প্রায় মানুষ প্রাণ হারিয়েছেন! ভাইরাসটি থেকে সুরক্ষা থাকতে স্পেনের প্রধানমন্ত্রী কঠোরভাবে সারাদেশ লকডাউন ঘোষণা করেছেন!