ছোটবেলা থেকে প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে। কেউর স্বপ্ন চিকিৎসক বা প্রকৌশলী হওয়া, কেউ আবার স্বপ্ন দেখে উদ্যোক্তা, শিক্ষক, পুলিশ, সাংবাদিক হওয়ার।আবার কেউ হতে চাই বিজ্ঞানী, গবেষক। তাদের জন্যই বিজ্ঞান এর আর্শিবাদ রস+আয়ন=রসায়ন।
রসায়ন বিজ্ঞানের এক অবিচ্ছেদ অংশ।রসায়নের মাধ্যমেই পদার্থের বিভিন্ন মৌলসমূহের এবং অণু-পরমাণুর ধারণা পাওয়া গিয়েছে। মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুর মূল গঠনই জানা সম্ভব হয়েছে রসায়নের মাধ্যমেই।
রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন- গণিত, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদির বিশেষ যোগসূত্র রয়েছে। রসায়ন মূলত পদার্থের গঠন, সংযুক্তি, ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থের পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞান।
কেন পড়বেন রসায়ন:
রসায়ন এমনই একটা বিষয়, যেটা পড়ে রসায়নের পাশাপাশি অন্যান্য অনেক ক্ষেত্রেও চাকরি করার সুযোগ থাকে।
টেক্সটাইল, পেট্রোলিয়াম,রাবার ও প্লাস্টিক, ফার্টিলাইজার, কসমেটিক্স –এই সব শিল্প ক্ষেত্রে কাজের সুযোগ তো আছেই তার সাথে টেকনোলজি, বায়োটেকনোলজি সংক্রান্ত সংস্থা তো বটেই, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগেও চাকরির সুযোগ রয়েছে।
রসায়নের চাকুরীর ক্ষেত্রসমূহ :
- কোয়ালিটি কন্ট্রোল অফিসার আর কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসাবে বহুজাতিক আর দেশীয় প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে।
- গার্মেন্টস, ভোজ্য তেল, পেইন্টস, সিমেন্ট, কোমল পানীয় ইত্যাদির আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে।
- স্পেক্ট্রস্কপি আর প্রোডাক্ট ফরমুলেশন এ দুটো বিষয়ে যদি পারদর্শী হন তবে যেকোন উৎপাদনমূখী ফার্মে সহজেই চাকরি সুযোগ রয়েছে।
- সরকারী প্রতিষ্ঠান BSTI, BCIC, BCSIR, WASA তেও কেমিস্ট হিসাবে চাকরি করার সুযোগ আছে।
- স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে।
- থার্ড পার্টি ল্যাব বা ইন্সপেকশন ল্যাব।
- এনার্জি এবং এনভায়রনমেন্ট, অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস সেক্টর, মেটাল এবং অ্যালয় সেক্টর।
- সরকারি ও বেসরকারি ব্যাংক
- ফার্টিলাইজার এন্ড ইনসেক্টিসাইড
- ফুড এন্ড নিউট্রিশন।
- ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রীজ।
- রিসার্চ ও ডেভেলপমেন্ট,
- ম্যানুফ্যাকচারিং,
- সেলস ও মার্কেটিং,
- ইন্টালেকচুয়্যাল প্রপার্টি রাইটস ইত্যাদিতে।
- অল্টারনেটিভ ক্যারিয়ার হিসাবে বিসিএস সবার সেরা।
রসায়নের প্রধান শাখা সমূহ:
১. ফিজিক্যাল কেমিস্ট্রি
২. অর্গ্যানিক কেমিস্ট্রি
৩. ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি

গবেষণা:
কেউ স্নাতক স্তরে রসায়ন নিয়ে পড়ে ভবিষ্যতে গবেষণার কথা ভাবে তা হলে তার কাছেও অনেক বিকল্প রয়েছে। যেমন এখন রসায়নের ছাত্রছাত্রীরা স্পেশালাইজেশন করতে পারে যথা:
- বায়োকেমিস্ট্রি,
- অর্গ্যানিক কেমিস্ট্রি
- সিনথেটিক বা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি,
- বায়োঅর্গ্যানিক
- বায়োইনঅর্গ্যানিক কেমিস্ট্রি,
- বায়োমলিকিউলস এবং বায়ো মিমিকস,
- ড্রাগ ডিজাইন এবং ড্রাগ ডেলিভারি সিস্টেমস,
- অর্গ্যানোমেটালিক এবং সুপ্রামলিকিউলার কেমিস্ট্রি,
- কম্পিউটেশনাল এবং থিয়োরেটিক্যাল কেমিস্ট্রি,
- সলিড স্টেট এবং সফ্ট কনডেন্সড ম্যাটার
- কোলয়েডস এবং ইন্টারফেসেজ,
- রাবার এবং পলিমারস,
- মেটাল,
- সেরামিক এবং কম্পোজিটস,
- ক্যাটালিসিস,
- ফোটোকেমিস্ট্রি এবং লিথোগ্রাফি, ন্যানোটেকনোলজি ইত্যাদিতে।
- আর্থ সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স-এর মতো বিষয়ে ইন্টারডিসিপ্লিনারি গবেষণা করার সুযোগ রয়েছে।
কোথায় পড়ানো হয়:
সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ও সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে রসায়ন বিষয়টি পড়ানো হয়।
বিদেশে পোস্ট গ্যাজুয়েশন:
আপনার যদি গবেষক হওয়ার ইচ্ছা থাকে তবে রসায়নে রয়েছে বিদেশে রিসার্চ মাস্টার্স বা PhD করার সুযোগ।যদি সিজিপিএ কম বা কোন দেশ রসায়নের জন্য উপযোগী যেখানে PhD করা যাবে তবে দেশটার নাম যুক্তরাষ্ট্র (USA.) কারন –একমাত্র USA তে সবচেয়ে বেশী ফান্ডিং দেওয়া হয় রসায়নে আর এরপরে ম্যাকানিক্যাল ও পেট্রোলিয়াম প্রকৌশল।একমাত্র USA তে অর্ধেক ইউনিভার্সিটি CGPA থেকে GRE Score কে বেশী গুরুত্ব দেয়। সিজিপিএ যদি ৩.২০ ও হয় আর GRE Score হয় ৩১০ বা ৩১০+ এমনকি যদি কোন থিসিস,পাবলিকেশনও না থাকে তবুও রসায়নে PhD করার জন্য প্রচুর ফান্ডিং অফার অপেক্ষা
করছে মিড(NDSU) বা লো(Lamar University) লেভেল ইউনিভার্সিটিতে। রসায়ন পড়ে USA এর এত বড় সুযোগ আর কোথাও নেই।এছাড়া যুক্তরাজ্য (UK),কানাডা,ইউরোপ এর যেকোন দেশে PhD করা সম্ভব।