স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও মুজিবশতবর্ষের সমাপনী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিগত ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন ই বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব। ৩০শে মার্চ রাতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের সর্বশেষ আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিনাট্য “চন্ডালিকা” প্রদর্শনী শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন, আন্তঃ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভাগে বিতর্ক প্রতিযোগিতা, ছবি প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন, ২৫শে মার্চ গনহত্যা দিবস উদযাপন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, আলোচনা সভা, বইমেলা, নৃত্যনাট্য প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন করা হয়।
আরো দেখুন,
যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় অবদান রাখবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবস
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হলেন ড. মোঃ ফখরুল ইসলাম
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই