শিক্ষার্থী ও মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য রাইড শেয়ারিংয়ের সুবিধার্থে একদল বাংলাদেশী যুবক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম – হপ ইন তৈরি করেছে। এটি মূলত অ্যাপ ভিত্তিক একটি পরিসেবা।
পাঁচ তরুণ শিক্ষার্থী মিলে হপ ইন তৈরী করেন। এদের ৪ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং একজন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে অধ্যয়নরত। ইনারা হলেন, মোঃ রিদওয়ান হোসেন (সিইও), মোঃ ইবরাহিম খলিল (সিওও), নাফিসা আলম (সিএও), আজিজুল হাকিম সৌরভ (সিটিও), সাইফ আহম্মেদ খান (এক্স সিটিও) ।
শ্যাডো নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে প্রতিষ্ঠাতারা বলেন, “হপ ইন মূলত প্রতিষ্ঠিত হয় যেনো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কার শেয়ারিংয়ের মাধ্যমে কম খরচে যাতায়াত করতে পারেন। অন্যদিকে সঠিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য, বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য। এজন্য ছেলে এবং মেয়েদের জন্য রয়েছে পৃথক পৃথক কার।”
হপ ইন পহেলা ডিসেম্বর ২০১৯ হতে ঢাকার রাস্তায় তাদের পথচলা শুরু করে। এই অ্যাপসের “শেয়ার এ কার” অপশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীদের সাথে কার শেয়ার করতে পারবেন। পুরো অ্যাপ্লিকেশন ভিত্তিক সিস্টেমটি একই দিকে ভ্রমণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংযুক্ত।
আপনার মতামত দিন