শ্যাডো নিউজঃ করোনাভাইরাস বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষকে প্রভাবিত করে চলেছে। হাত ধোয়ার পদ্ধতি ও “সংক্রমণ নিয়ন্ত্রণের জনক” হিসাবে পরিচিত ডাঃ ইগনাজ সেমেলওয়েসকে উৎসর্গ করে ৫১ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও ডুডল এর মাধ্যমে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেছে সার্চ জায়ান্ট গুগল।
ডুডল অনুযায়ী, “রোগের জীবাণু তত্ত্বের” ব্যাপকভাবে গ্রহণযোগ্যতার মাধ্যমে সেমেওলয়েসের মৃত্যুর পরেও তার কাজের স্বীকৃতি পাওয়া যায়নি। সেমেলওয়েসের কাজকে শ্রদ্ধা জানানো ছাড়াও গুগলের ডুডল বিশেষত সময়োপযোগী করণের লক্ষ্যে বিশ্বজুড়ে মানুষদের হাত ধোয়ার সঠিক উপায় সম্পর্কে সতর্ক করা। ডাব্লুিউএইচও-এর তথ্য অনুযায়ী, সকল লোকদের কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য তাদের হাত ধোয়া উচিত।
অ্যানিমেটেড ভিডিওটিতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছেঃ
হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ড রাব না পাওয়া গেলে সাবান-পানি দিয়েই ধুতে বলা হচ্ছে হাত। গুগল সার্চে গেলে দেখা যাচ্ছে গুগলের নিজস্ব লোগোর পরিবর্তে একটি বিশেষ ডুডল ব্যবহার করা হয়েছে। বিশেষ লোগোটিতে ৫১ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও দেয়া হয়েছে। অ্যানিমেটেড ভিডিওতে হাত ধোয়ার ৬টি পদ্ধতি দেখানো হচ্ছে। এছাড়াও ভিডিওটিতে একজন ব্যক্তিকেও দেখা যাচ্ছে।
ডুডলে থাকা ব্যক্তিটি সম্পর্কে জেনে নেয়া যাকঃ
ইগনাজ সেমেলওয়েস হাঙ্গেরির বুডায় (বর্তমানে বুদাপেস্ট) জন্মগ্রহণ করেন। ১৮১৮ সালের ১লা জুলাই ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট এবং মিডওয়াইফারিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি উনিশ শতকের মাঝামাঝি সময়ে ভিয়েনা জেনারেল হাসপাতালে তার কার্যকাল শুরু করেছিলেন, তখন একটি রহস্যজনক সংক্রমণ ধরা পড়েছিল। যেটি “চাইল্ডবেড ফিভার” নামে পরিচিত। সংক্রমণটি ইউরোপ জুড়ে প্রসূতি ওয়ার্ডে মায়েদের মৃত্যুর হারকে বাড়িয়ে তোলে। হাজারে যার পরিমাণ ছিল ৯৪.৪। সে তুলনায় নার্সদের পরিচালিত প্রসূতি হাসপাতালগুলোতে এর হার ছিল অনেক কম হাজারে মাত্র ৩৬.২।
সেমেলওয়েস সংক্রমণটির কারণ খুঁজতে ছিলেন। এবং অনুসন্ধানের পরে তিনি অনুমান করেছিলেন যে
চিকিৎসকরা মর্গে অপারেশন শেষে অন্য রোগীদের অপারেশনের পর হাত পরিষ্কার না করেই প্রসূতিদের সেবা দিচ্ছেন। ফলে তারা ‘পিউপেরাল জ্বর’-এ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
এমন পরিস্থিতি সামাল দিতে সেমেলওয়েস সব চিকিৎসকদের হাত ধুয়ে জীবাণুমুক্ত করে প্রসূতিকে সেবা দেয়ার পরামর্শ দিলেন। কিন্তু চিকিৎসকসহ সবাই তাকে পাগল বলে অভিহিত করলো। সেমেলওয়েস একদমই ভেঙে পরলেন না। তিনি তার জায়গায় অনড় থাকলেন। মর্গ থেকে চিকিৎসকগন প্রসূতি রোগীদের সেবা দিতে যাওয়ার পূর্বে অ্যানটিসেপটিক দিয়ে হাত পরিষ্কার করা বাধ্যতামুলক করা হলো। ফলে ১৮৪৮ সালের মধ্যে প্রসূতি মৃত্যুহার নেমে আসে হাজারে ১২.৭ এ!কিন্তু সেমেলওয়েস তার এমন কাজের কোন স্বীকৃতি পেলেন না।
ভিয়েনা জেনারেল হাসপাতালের সাথে চুক্তি শেষ হলে, তিনি বুদাপেস্টের একটি হাসপাতালে যোগ দেন। পরবর্তীতে তার আচরণে অসঙ্গতি দেখা দিলে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। মানসিক হাসপাতালে থাকাকালীন তার ডান হাতে ক্ষত সৃষ্টি হয়। কিন্ত দুঃখজনক হলেও বাস্তব এটাই যে, জীবানুনাশকের এই প্রবর্তকই মাত্র দুই সপ্তাহে ঐ ক্ষতের কারণে মারা গেছেন!
তবে বিশ্ব প্রসূতিদের ত্রাণকর্তার অবদান একদমই ভুলেননি। আর তাইতো বর্তমান সময়ের এই সংকটময় মূহুর্তে তাকে স্বরণ করে গুগলের বিশেষ ডুডলের ব্যবহার।
উল্লেখ্য, গুগলের ডুডল হলো, গুগল কতৃক ডিজাইনকৃত কোন বিশেষ দিন, ঘটনা কোন বিখ্যাত ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্বরন করতে গুগলের হোমপেজে তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত বিশেষ লোগো। ২০১০ সালের জানুয়ারিতে আইজাক নিউটনের সম্মানার্থে প্রথম অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছিলো।