হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) স্থগিত একাডেমিক পরীক্ষা আগামী ৪ আগস্ট থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫৭তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ।
মিটিংয়ের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘আজকে হাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষা গুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্ট মাসের ৪ তারিখ থেকেই স্ব স্ব অনুষদ তাদের স্থগিত পরীক্ষা গুলো নিতে পারবে। সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই হাবিপ্রবির অনলাইন পরীক্ষার একটি নীতিমালা প্রকাশ করবো। সে আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে’।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান জানান, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লেখাপড়ার বাহিরে থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। আমি বিশ্ববিদ্যালয়ে এসে সর্বপ্রথম পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। অনলাইনে পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে ব্যাপারে গত বুধবার (৭ জুলাই) উপকমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। আর গত বৃহঃপতিবার (৮ জুলাই) ডিনদের নিয়ে পুনরায় একটি সভা করি। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাশা করছি ঈদের পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে’।
প্রসঙ্গত, গত ২১জুন দিনাজপুর জেলায় ভয়াবহ করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনজনিত কারণে সকল অনুষদের পূর্বঘোষিত পরীক্ষা সমূহ বিশেষ করে চলমান সকল ‘রেগুলার সেমিস্টার’ পরীক্ষা স্থগিত করে হাবিপ্রবির প্রসাশন।
আরো পড়ুন,
বেরোবির অসমাপ্ত পরীক্ষা অনলাইনে যেভাবে হবে
১ অক্টোবর থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
যেভাবে হবে হাবিপ্রবির অনলাইন পরীক্ষা