হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন বাস্কেটবল কিংবদন্তী কোবি ব্রায়ান্ট। লস এঞ্জেলেস শহরের উপকন্ঠে ক্যালাবাসাস এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছর বয়সী মেয়ে জিয়ানাও মারা গেছে। হেলিকপ্টারের পাঁচ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায় নি।
তবে ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বিধ্বস্ত হয়েছে, সঙ্গে সেখানে থাকা জঙ্গলে আগুনও ধরে গেছে। উদ্ধারকর্মীদের তাই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে খানিকটা।
এই হেলিকপ্টারটি লেকারসে খেলার সময় থেকেই ব্যবহার করতেন ব্রায়ান্ট।
ব্রায়ান্টকে এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। লেকারসের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নিয়েছিলেন তিনি, ৫ বার জিতেছেন এনবিএ চ্যাম্পিয়নশিপ। দুইবার ফাইনালের এমভিপি ছিলেন তিনি, ২০০৮ সালে ছিলেন লিগের এমভিপি। ২০১৬ সালে অবসরের পর তার দুটি জার্সি- ৮ ও ২৪ নম্বর- প্রত্যাহার করে নিয়েছে লেকারস। ইতিহাসে এমন সম্মান পাননি আর কোনও বাস্কেটবল খেলোয়াড়।
২০০৮ ও ২০১২ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন তিনি। ২০১৬ সালের এপ্রিলে অবসরে যান ব্রায়ান্ট।
২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য ‘অস্কার’ জিতেছিলেন