শ্যাডো নিউজঃ
অবশেষে দীর্ঘ সময়ের পর হোয়াটসঅ্যাপে এল ডার্ক মোড। বিশ্বব্যাপী প্রত্যেক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে অপশন। সম্প্রতি ডার্ক মোড লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। সুতরাং হোয়াটসঅ্যাপ আপডেট করলেই মিলবে এই জনপ্রিয় ফিচার।
অধিক সময় ধরে সাদা স্কিনের দিকে তাকিয়ে থাকাটা বেশ বিরক্তিকর ও ক্লান্তি নিয়ে আসে। তাই এটির সমাধান করতে সফটওয়্যার ও অ্যাপস নির্মাতারা আকর্ষনীয় ডার্কমোড ফিচারটি নিয়ে আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ফেসবুকের হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড ও আইওএস সংস্করনের জন্য নিয়ে এলো আকর্ষনীয় এবং সুবিধাজনক ডার্কমোড ফিচারটি।
অ্যানড্রয়েড আইওএস ব্যবহারকারিদের জন্য থিম
কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ ডার্ক মোড?
গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমেই হোয়াটসঅ্যাপ কে আপডেট করুন। আপডেট অপশন না এলে, কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
অ্যান্ড্রয়েড টেন এর হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ক্লিক করুন। সেখানেই আপনি ডার্ক মোড অপশনটি দেখতে পাবেন।
এখনো যারা অ্যান্ড্রয়েড নয় ব্যবহার করছেন, তাদের প্রথম হোয়াটসঅ্যাপ সেটিংস এ যেতে হবে এরপর চ্যাট ক্লিক করতে হবে, এরপর থিম অপশনে গিয়ে ডার্ক মোড অপশন সিলেক্ট করতে হবে।
কেমন করে আইফোনে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহার করবেন?
আই ও এস ১৩ ব্যবহারকারীরা সদ্য হোয়াটসঅ্যাপ আপডেট পাবেন। অ্যাপ স্টোরে গিয়ে সর্বশেষ আপডেট করার পর, ফোন সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ডার্ক মোড ট্যাপ করুন।
কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ ডার্ক মোড?
ডার্ক মোড ব্যবহার করলে চোখের আরাম হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে বহু ইউজার ডার্ক মোড আনার জন্য অনুরোধ করেছিল। ডার্ক মোড ফোনের ব্যাটারি বাঁচায়। ডার্ক মোড লঞ্চ হওয়ার আগে বহুবার পরীক্ষা করে দেখা হয়েছে, ডিসপ্লে সাদা থাকাকালীন চোখে ব্যথা ও চোখের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যা ডার্ক মোড এ ক্ষেত্রে তার সম্ভাবনা অনেক কম। দিনের বেলায় স্ক্রিনের ব্রাইটনেস কম রেখে অতি সহজে কাজ করা যাবে।
উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১০ ও আইওএস ১৩ এর ব্যবহারকারীগণ সিস্টেম সেটিংস থেকে আকর্ষনীয় ফিচারটি চালু করতে পারবেন। যারা অ্যানড্রয়েড ৯ এবং এর পুর্বের সংস্করণগুলো ব্যবহার করে থাকেন তারা হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে চ্যাট অপশনে গিয়ে থিম অপশনে ক্লিক করে ডার্ক অপশনটি সিলেক্ট করতে হবে। নতুন এই সংস্করণটি খুব শিগ্রই সবার কাছে পৌঁছে যাবে এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ।
অ্যাপ ডেভেলপারগন রঙটি এমনভাবে সিলেক্ট করেছেন যেটি উভয় অপারেটিং সিস্টেমে সিস্টেম ডিফল্টের মতো। শুধু জরুরি তথ্যগুলো দেখার সুবিধার্থে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে চমকপ্রদ ফিচারটির রিভিউ দেখতে নিচের ভিডিওটি দেখা যেতে পারে।
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি মেসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই মেসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ মেসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংকক্রোনাইজ করে নেয়। ফলে আলাদা করে আইডি যোগ করার প্রয়োজন হয় না। স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহারের উপযোগী মেসেঞ্জারটিতে ব্যক্তিগত হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকা, গ্রুপ তৈরি, গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়। ২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ান অ্যাক্টন ও জান কউম মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করেন।