শ্যাডো নিউজঃ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করোনাভাইরাস সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে গতকাল বুধবার “করোনাভাইরাস ইনফরমেশন হাব” চালু করেছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ । এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ককে (আইএফসিএন) ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য কর্মী, শিক্ষক, অলাভজনক সংস্থা, স্থানীয় সরকার ও স্থানীয় ব্যবসায়ীগন যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে থাকে তাদের সহজ ও কার্যকরী নির্দেশনা দিতে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান(ডব্লিউএইচও), ইউনিসেফ ও ইউএনডিপির সাথে এই ‘করোনাভাইরাস ইনফরমেশন হাব চালু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী ক্যাথকার্ট জানিয়েছেন, “আমরা জানি এই সংকটের মূহুর্তে আমাদের গ্রাহকরা পুর্বের তুলনায় সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। বন্ধু হোক বা ভালোবাসার ব্যক্তি, ডাক্তার থেকে রোগী বা শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী। আমরা এই সময়ে একটি সহজ সমাধান দিতে চাই। যাতে গ্রাহকরা সহজে অন্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারে।”
ক্যাথকার্ট বলেন, “পয়েন্টার ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারত্ব করতে পেরেও আমরা আনন্দিত, যাতে হোয়াটসঅ্যাপ বাড়তে থাকা সত্যতা যাচাই সংস্থাগুলোকে সহায়তা করা যায় এবং গুজব ঠেকাতে তাদের জীবন বাঁচানোর মতো কাজকে সমর্থন করা যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপডেট জানাতে আমরা সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করাও চালিয়ে যাবো।”
Coronavirus facts অ্যালয়েন্সের জন্য সত্যতা যাচাইয়ে আইএফসিএনকে জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়ে সহায়তা করবে হোয়াটসঅ্যাপ। ৪৫টি দেশে একশ’রও বেশি স্থানীয় সংস্থা নিয়ে কাজ করে এই অ্যালায়েন্স।
উল্লেখ্য, ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বর্তমানে দুইশ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। প্লাটফর্মটি পয়েন্টার ইনস্টিটিউটের সাথে কাজ করার পাশাপাশি বিশ্বব্যাপি ইউজারদের জন্য মেসেজিং হটলাইন চালু করতে ডব্লিউএইচও এবং ইউনিসেফের সঙ্গে কাজ করছে। হটলাইনগুলোর মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য দেয়া হবে। এছাড়াও গুজব ছড়ানো বন্ধ করতে সকল গ্রাহকদের সাধারণ টিপস দেওয়ার পাশাপাশি অন্যান্য সহায়তা দিবে ‘করোনাভাইরাস ইনফরমেশন হাব’।