মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও মোবাইল অপারেটর রবি/এয়ারটেলের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবি মোবাইল অপারেটরের সাথে ৩০ জিবি শিক্ষা ডাটা প্যাকেজ সংক্রান্ত একটি সমোঝতা চুক্তি স্বাক্ষরিত করেছে। এ চুক্তি মোতাবেক আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষকগণ ১৯৯ টাকায় রবি মোবাইলের অপারেটর এর ৩০ জিবি শিক্ষা ডাটা প্যাকেজ ৩০ দিন মেয়াদে ব্যবহার করার জন্য ক্রয় করতে পারবেন।
শিক্ষার্থীরা উক্ত ডাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল, জিমেইল, জুম অ্যাপ, টিমস,গুগল মিট, গুগল ক্লাসরুম, স্কাইপি অ্যাপে ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. .এম.কামরুজ্জামান জানান, “প্রাথমিক অবস্থায় আগামী তিন (০৩) বছরের জন্য আমরা এ সমঝোতা চুক্তি করেছি। তবে এটি নবায়নযোগ্য। প্রথমত আমরা রবির সাথে এ চুক্তি সম্পন্ন করেছি এরপর ক্রমান্বয়ে সকল (বাংলালিংক, গ্রামীণ) অপারেটরের সাথে খুব দ্রুতসময়ে সমঝোতা চুক্তি সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। এ ব্যাপারে আমাদের কাজ চলছে। এখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান হাবিপ্রবি সাংবাদিক সমিতির কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান ” সেতুবন্ধনে ” সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা পাওয়ার ব্যাপারে ঘোষণা দেন। এছাড়া আগামী সপ্তাহে গ্রামীণফোন ও বাংলালিংক এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমোঝতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন,
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ১৪আগস্ট
অপারেটরদের তদারকিতে টেলিকম মনিটরিং সিস্টেম কিনছে বিটিআরসি
মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ