শ্যাডো নিউজঃ চলতি বছরের ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।
আজ বৃহস্পতিবার বিটিআরসির প্রধান কার্যালয়ে টেলিকম খাতের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার এ তথ্য দেন।
কবে নাগাদ অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধ করা হবে প্রশ্নে বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার বলেন, “যে সেটগুলো গ্রাহকের হাতে আছে তাদেরকে ডিসটার্ব না করে কাজটি করতে চাই। যে সেটগুলো চালু আছে তাদের ইনকর্পোরেট করে নেব, সে সুযোগ দেব। নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই নিবন্ধন হয়ে আসতে হবে। আমার সেই প্রক্রিয়ায় যাব, আমরা গ্রাহকদের কোনো সমস্যায় ফেলতে চাই না।”
তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেওয়া হবে। বিদ্যমান যে সেটগুলো গ্রাহকের হাতে থাকবে পরবর্তীতে সিদ্ধান্ত নেব যাতে সমস্যা না হয়। ১ জুলাই সব চালু সেট স্বয়ংক্রিয়ভাবে অপারেটরদের মাধ্যমে নিবন্ধন হয়ে যাবে।”
ফোরজি সেবায় গ্রাহক ভোগান্তির কথা স্বীকার করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, “এমন দুরবস্থার মধ্য দিয়েই ফাইভজি সেবা চালুর দিকে এগিয়ে যেতে চাই। আশা করি ২০২৩ সালের মধ্যেই ফাইভজি সেবা চালু করতে পারবো। এজন্য তরঙ্গ বরাদ্দ, গাইডলাইনের কাজ চলছে।”
উল্লেখ্য, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি কার্যকরভাবে চালু হলে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটগুলো সকল অপারেটরের নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী, মোবাইল হ্যান্ডসেট ক্রয় করার পূর্বে IMEI এর মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করা এবং বিক্রেতার নিকট হতে ক্রয় রশিদ গ্রহণপুর্বক সংরক্ষণ করতে হবে।
যেভাবে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করবেন
মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের জন্য মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে প্রেরণ করতে হবে। মোবাইল ফোনের বক্সে/প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের IMEI জানা যাবে।
নকল/ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে National Equipment Identified Register (NEIR)- এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন হবে।
আরও পড়ুনঃ
বন্ধ হচ্ছে গুগল ফটোজ এর আনলিমিটেড স্টোরেজ সুবিধা
আপনার মতামত দিন