বই মানুষের পরম বন্ধু।বই পড়ার মাধ্যমে একজন মানুষ পরিণত হয় জ্ঞান,প্রজ্ঞা,মনুষত্বে সমৃদ্ধ।বই পড়ার গুরুত্ব সর্ম্পকে প্রমথ চৌধুরি বলেছেন,”স্ব শিক্ষায় প্রকৃত শিক্ষা”
যার স্বরূপ,বুক ক্লাব অব দা ল্যাবরেটরিয়ানস এর পক্ষ হতে জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে,”২য় জাতীয় সাহিত্য উৎসব ২০২০।”উক্ত উৎসবে থাকছে চারটি গ্রুপে সর্বমোট ৬০টি প্রতিযোগিতামূলক ইভেন্ট,সর্বমোট ২০০টি পুরস্কার,সাহিত্য ও বই বিষয়ক কর্মশালা,বইমেলা প্রভৃতি।
- সময়:৫ই মার্চ থেকে ৭ই মার্চ,২০২০
- স্থান:গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলল,ঢাকা।
- রেজিস্ট্রেশনের ডেডলাইন:২৫ই ফেব্রুয়ারি,২০২০।
গ্রুপ:
‘ক’ গ্রুপ | ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি |
‘খ’ গ্রুপ | ৯ম ও ১০ম শ্রেণি (এসএসসি পরিক্ষার্থী সহ) |
‘গ’ গ্রুপ | ১১শ ও ১২শ |
‘ঘ’ গ্রুপ | স্নাতক ১ম-৪র্থ বর্ষ |
ইভেন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/FU7y1pyYXDKMvuTcA
ক্যাম্পাস আম্বাসেডর রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/1dcPbnvVdwqrq2i69
রেজিস্ট্রেশনের উপায়:
১। অনলাইন রেজিস্টেশন: নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন। সকল প্রতিযোগিতার জন্য (সর্বোচ্চ ৬ টিতে অংশ নেওয়া যাবে) রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। (গল্প ও কবিতা লেখা বাদে। এ দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণের উপায় নিচে দেওয়া আছে।)।
২। স্পট রেজিস্ট্রেশন: উৎসব শুরুর ৫ দিন পূর্ব হতে উৎসবের প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত স্পট রেজিস্ট্রেশন করা যাবে। এরপর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সকল প্রতিযোগিতায় (সর্বোচ্চ ৬ টি তে অংশ নেওয়া যাবে রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা। ১১০ টাকা ছাড়া অন্য কোনো ফি নেওয়া হবে না।
সময় ও স্থান: ১ মার্চ হতে ৪ মার্চ। বিদ্যালয় প্রাঙ্গণ। দুপুর ১২টা হতে বিকাল ৩টা। ৫ মার্চ- সকাল ৮টা হতে দুপুর ১২টা।
***রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের উৎসবের দিন রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হবে।
প্রতিযোগিতার বিভাগ থাকছে তিনটি।
• প্রদর্শনী বিভাগ
দুইজনের দল গঠন করে এ বিভাগের এক/একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
(১) দেয়ালিকা প্রদর্শনী : “বাংলা ভাষা” ভিত্তিক একটি দেয়ালিকা প্রদর্শন করা।
(২) বই প্রদর্শনী : নিজেদের পছন্দ অনুযায়ী ২০টি বই উপস্থাপন। বইয়ের বাছাই, সাজানো ও উপস্থাপনের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
(৩) প্রতিবেদন প্রদর্শনী : “বই” বিষয়ক প্রতিবেদন/শর্টফিল্ম/প্রামাণ্যচিত্র প্রদর্শন।
• বই বিভাগ –
(১) সাহিত্য প্রতিযোগিতা : এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা “আরণ্যক; বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়” বইটি পড়ে আসবে। বইটি থেকে থাকবে ৩০ টি প্রশ্নোত্তর। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের পুনরায় “উভচর মানুষ; অ্যালেকজান্ডার বেলায়েভ” এই বইটি থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
***উৎসবের ৫ দিন পূর্বেও বই পরিবর্তন হতে পারে।
(২) রহস্য উন্মোচন
(৩) প্রিয় লেখক প্রিয় চরিত্র : বিখ্যাত তিন লেখকের তিন চরিত্র থাকবে। পছন্দমত যেকোনো একটি লেখক-চরিত্র বাছাই করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ঐ লেখক-চরিত্রের উপর প্রতিযোগীকে বহুনির্বাচনী ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
* গ্রুপ ‘ক’ – টুনটুনি ও ছোটাচ্চু; মুহম্মদ জাফর ইকবাল
* গ্রুপ ‘খ’ – ফেলুদা; সত্যজিত রায়/ হিমু; হুমায়ূন আহমেদ
* গ্রুপ ‘গ’ – মাসুদ রানা; কাজী আনোয়ার হোসেন/ হিমু; হুমায়ূন আহমেদ
(৪) বুক রিভিউ প্রতিযোগিতা : একটি নির্দিষ্ট বই কে ঘিরে প্রতিযোগী তার মনোভাব/ ভাবনা/ ভালো লাগা/ খারাপ লাগা সে ফুটিয়ে তুলবে তার একটি পৃষ্ঠায় (তাৎক্ষণিকভাবে লিখতে হবে)।
***বইয়ের নাম ফেব্রিয়ারি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।
***এই প্রতিযোগিতার ১ম পুরস্কার- ২০০০ টাকার বই, ২য় পুরস্কার- ১০০০ টাকার বই, তৃতীয় পুরস্কার- ৫০০ টাকার বই।
(৫) গল্প পড়া : প্রত্যেক প্রতিযোগীকে একটি গল্প/ ছোটগল্প দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে গল্প/ ছোটগল্পটি পড়ে ২৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে (গল্প/ ছোটগল্পটি ফেরত নেওয়ার পর প্রশ্ন দেওয়া হবে)।
• সাহিত্য বিভাগ –
(১) গল্প লেখা : যেকোনো প্রতিযোগীর লেখা যোকোনো গল্প নিচের ই-মেইলে ১৫ ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে অথবা Book Club of the Laboratorians এর Inbox এ দিতে হবে। অবশ্যই টাইপ করে pdf করা লেখা গ্রহণযোগ্য হবে। হাতে লেখা, ছবি উঠানো লেখা, শুধুমাত্র ওয়ার্ড ফাইল বাতিল বলে বিবেচিত হবে।
শর্ত: লেখা জমা দেওয়ার পূর্বে অবশ্যই নিম্নোক্ত বিকাশ অ্যাকাউন্টে ‘গল্প লেখা’ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা পাঠিয়ে যে নম্বরটি থেকে টাকা পাঠানো হয়েছে সেই নম্বরটি লেখার শুরুতে (সবার প্রথমে) দিয়ে, নিজের নাম, গ্রুপ (শুধু শ্রেণি লিখলে হবে না, গ্রুপ ‘ক’, ‘খ’, ‘গ’ বা A, B, C লিখতে হবে।), স্কুল/কলেজ, ফোন নম্বর, ঠিকানা লিখে পাঠাতে হবে। ফি না দিলে লেখা বাতিল হবে।
বিকাশ অ্যাকাউন্ট নম্বর: 01722311770 রেফারেন্স: 1
”Send Money” অপশান থেকে ফি পাঠাতে হবে।
E-mail: glabbookclub@gmail.com
যথাযথভাবে বিচারকার্য শেষে বিজয়ী নির্ধারণ করা হবে।
(২) কবিতা লেখা : যেকোনো প্রতিযোগীর লেখা যোকোনো কবিতা নিচের ই-মেইলে ১৫ ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে অথবা Book Club of the Laboratorians এর Inbox এ দিতে হবে। অবশ্যই টাইপ করে pdf করা লেখা গ্রহণযোগ্য হবে। হাতে লেখা, ছবি উঠানো লেখা, শুধুমাত্র ওয়ার্ড ফাইল বাতিল বলে বিবেচিত হবে।
শর্ত: লেখা জমা দেওয়ার পূর্বে অবশ্যই নিম্নোক্ত বিকাশ অ্যাকাউন্টে ‘কবিতা লেখা’ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা পাঠিয়ে যে নম্বরটি থেকে টাকা পাঠানো হয়েছে সেই নম্বরটি লেখার শুরুতে (সবার প্রথমে) দিয়ে, নিজের নাম, গ্রুপ (শুধু শ্রেণি লিখলে হবে না, গ্রুপ ‘ক’, ‘খ’, ‘গ’ বা A, B, C লিখতে হবে।), স্কুল/কলেজ, ফোন নম্বর, ঠিকানা লিখে পাঠাতে হবে। ফি না দিলে লেখা বাতিল হবে।
বিকাশ অ্যাকাউন্ট নম্বর: 01722311770 রেফারেন্স: 1
”Send Money” অপশান থেকে ফি পাঠাতে হবে।
E-mail: glabbookclub@gmail.com
যথাযথভাবে বিচারকার্য শেষে বিজয়ী নির্ধারণ করা হবে।
**গল্প ও কবিতা উভয় লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
**গল্প ও কবিতা লেখা প্রতিযোগিতার প্রথম পুরস্কার- ২০০০ টাকার বই, দ্বিতীয় পুরস্কার- ১০০০ টাকার বই, তৃতীয় পুরস্কার- ৫০০ টাকার বই।
(৩) তাৎক্ষণিক গল্প লেখা :
(৪) তাৎক্ষণিক গল্প বলা :
(৫) প্রবন্ধ/গল্প পড়া :
(৬) মেগা কুইজ: আন্তর্জাতিক সাহিত্য, সমকালীন সমস্যা, সমাধান, ভাবনা সর্ম্পকিত ২০টি প্রশ্ন থাকবে।
***এই প্রতিযোগিতা যেকোনো বয়সের (এমনকি অভিভাবকও) ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে।