নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনজনিত কার্যক্রমের জন্য দেশের মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস এর সেবা আগামী ২ দিন বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০৮ মার্চ ২০২১ ইং তারিখে নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৭.৪ মেগাহার্জ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডে ২০ মেগাহার্জসহ সর্বমোট ২৭.৪ মেগাহার্জ তরঙ্গ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডকে বরাদ্দ প্রদান করা হয়েছে। ফলে পূর্বে বরাদ্দকৃত তরঙ্গের সাথে নিলামে বরাদ্দকৃত নতুন তরঙ্গ একত্রিকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রথম ধাপে ০১ এপ্রিল রাত ১১ টা থেকে ০২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ০৭ এপ্রিল রাত ১১টা থেকে ০৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।