বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) – এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। এর আগে, টানা দুইদিন বাংলাদেশে কেউ ভাইরাস শনাক্ত ছিলো না বলে জানিয়েছিলো আইইডিসিআর।
এরই মধ্যে বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে তিনজনের বয়সই ৬০ এর বেশি এবং একজনের বয়স ৮০। বাংলাদেশে এ নিয়ে মোট ১৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সুস্থ হয়ে উঠা ব্যক্তির মধ্যে চিকিৎসক ও নার্সও আছেন।
করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া সহজতর করার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। এছাড়া উপসর্গ দেখা গেলে আইইডিসিআরের হটলাইন কিংবা জেলা পর্যায়ের হট লাইনেও যোগাযোগ করার সুযোগ রয়েছে।”
এছাড়া দেশের প্রায় সকল মেডিকেল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।
বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০০ জন।
করোনা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে ভিজিট করুন এই পেজঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা